সাত দেশের পাঁচ শতাধিক গবেষক নিয়ে রাবিতে আন্তর্জাতিক সম্মেলন ১২ সেপ্টেম্বর

আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করা হয়
আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করা হয়  © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‌‘থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিল্ডিং ইনক্লুসিভ ফিউচারস: সোসাইটি ডেভেলপমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১২ সেপ্টেম্বর শুরু হবে দুই দিনব্যাপী এ সম্মেলন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক এক্রাম উল্যাহ।

সংবাদ সম্মেলনে অনুষদের ডিন এক্রাম উল্যাহ বলেন, একটি জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনা কী হতে পারে, মূলত সেই উপলক্ষেই এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই কনফারেন্সে ৭টি দেশের ৫ শতাধিক গবেষক-স্কলার, এনজিও কর্মকর্তা এবং বিশেষ করে জার্মান সরকারের পরিচালিত প্রতিষ্ঠান জিআইজেডের প্রতিনিধিরা। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির চেয়ারম্যান, জিআইজেডের কর্মকর্তারা এবং পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও যোগ দিতে পারেন। নেপাল থেকেও কয়েকজন আসার কথা ছিল, তবে দেশটির চলমান ক্রাইসিসের কারণে তারা হয়তো আসতে পারবেন না। এ ছাড়া ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য উপস্থিত থাকবেন, যিনি আমাদের প্রধান আকর্ষণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফয়েজ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাইন উদ্দীন, প্রফেসর ড. মো. ফরিদ উদ্দীন খান এবং মার্টিনা লাইবারম্যান (জিআইজেড বাংলাদেশ)। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব বাথের অ্যাসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর (রিসার্চ) প্রফেসর জোসেফ ডিভাইন।


সর্বশেষ সংবাদ