ডাকসু সংক্রান্ত সভাস্থলের বাইরে দ্রুত তফসিল চেয়ে শিক্ষার্থীদের অবস্থান

রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনের কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি, ডিনস কমিটি ও সকল রাজনৈতিকদলসহ সব অংশীজনদের সাথে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত চূড়ান্ত মতবিনিময় সভা চলছে। সভা চলাকালেই ডাকসু নির্বাচন কোন কারণে যেন বন্ধ হতে না পারে সেই দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আজ রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং ও সিনেট ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষার্থীরা। একই সময়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সভা শুরু হয়।

অবস্থানরত শিক্ষার্থীরা জানান, অতি দ্রুত ডাকসু নির্বাচনের তফশিল ঘোষণা না করলে এবং কোনো চক্রান্তের ফাঁদে পড়ে নির্বাচন বানচালের অপচেষ্টা করা হলে তাদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রজনতা প্রাণের দাবি ছিল ডাকসু। কিন্তু আজ ১০ মাসের বেশি অতিবাহিত হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু দিতে পারে নি। আমরা অনেক আন্দোলন, সংগ্ৰাম, অনশন করে ডাকসু কমিটি ঘোষণা করিয়েছি‌। এখন কী তফসিলের জন্য আবার জীবন দিতে হবে? একটা রাজনৈতিক গোষ্ঠী জাতীয় নির্বাচন চাইলেও ডাকসুর কথা বললে তাদের মুখ কালো হয়ে যায়। তারা চায় ডাকসু জাতীয় নির্বাচনের পরে হোক।

তিনি আরও বলেন, আমাদের এই অবস্থান কর্মসূচি তফসিল ঘোষণা হ‌ওয়ার আগ পর্যন্ত চলবে‌। আজকে আমরা ডাকসু তফসিল ঘোষণা নিয়েই ফিরবো‌।

ঢাবির এসএম হলের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, ডাকসু নির্বাচন যেন কোনো কারণে বানচাল হতে না পারে সেজন্য শিক্ষার্থীদের এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি আয়োজন।

এদিকে সূত্র জানায়, মতবিনিময় সভা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে যথাসময়ে শুরু হলেও উল্লেখযোগ্য ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হননি।

 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!