ঢাবির হলে শিক্ষার্থী হাবিবের উদ্যোগে ‘জুলাই ফ্রি মেডিসিন কর্নার’ চালু
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০:৪৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ঔষধসেবা প্রদানের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে ‘জুলাই ফ্রি মেডিসিন কর্নার’ চালু করেছেন হলটির ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাবিব উল্যাহ। শুক্রবার (১৮ জুলাই) রাতে হল প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ কর্নারটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুমিত আল রশিদ, অন্যান্য হাউজ টিউটর এবং হলের শিক্ষার্থীরা।
এই কর্নারের মাধ্যমে হলের শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। ঔষধ দানে বা সহযোগিতায় ইচ্ছুক ব্যক্তিরাও অংশগ্রহণ করতে পারবেন। কর্নারে সাধারণ রোগের ঔষধ যেমন—জ্বর, সর্দি, মাথাব্যথা, গ্যাস্ট্রিক এবং পাতলা পায়খানা ইত্যাদি রাখা হয়েছে।
আরও পড়ুন: অনেকেই নাসিরুদ্দীন পাটওয়ারীর সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান: ছাত্রদল
ঔষধ গ্রহণের নিয়মাবলী অনুযায়ী, শিক্ষার্থীদের ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপশন অনুসরণ করতে হবে। ঔষধ গ্রহণের সময় রেজিস্ট্রার খাতায় নাম এন্ট্রি করা হবে এবং স্বেচ্ছাসেবকদের কাছ থেকে ঔষধ নিতে হবে।
এ প্রসঙ্গে হাবিব উল্যাহ বলেন, ‘আমাদের হলে কোনো ফার্মেসি না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ঔষধসংক্রান্ত সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে রাতে বা জরুরি প্রয়োজনে ঔষধের জন্য দূরবর্তী স্থান যেতে হয় যা কষ্টকর। এই সমস্যা আমাকে অনেকবার ভোগাতে হয়েছিল, সেখান থেকেই এই উদ্যোগ নেওয়ার চিন্তা করি। ‘জুলাই ফ্রি মেডিসিন কর্নার’ চালু করার মাধ্যমে হলের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা সহজলভ্য হবে যা তাদের ভোগান্তি কমাবে।’