ঢাবিতে প্রকাশ্যে আসা ছাত্রী সংস্থার প্রতি যে প্রত্যাশা আব্দুল কাদেরের

২৯ মে ২০২৫, ০৩:২৭ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৫৭ PM
আব্দুল কাদের

আব্দুল কাদের © সংগৃহীত

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রী সংস্থা। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে প্রকাশ্যে এসেছেন তারা। 

এ সংগঠনটিকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তার প্রত্যাশা- সংগঠনটি ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বুধবার (২৮ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ প্রত্যাশার কথা জানান তিনি।

ফেসবুকে ছাত্রী সংস্থাকে উদ্দেশ্য করে আব্দুল কাদের লেখেন, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিমন্ডলে আপনাদেরকে স্বাগতম। আশাকরি, ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনায়নে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নারী শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন। নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত, নারীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবেন।

এর আগে, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দাবিতে ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেন তারা।

পরে এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিশ্ব‌বিদ্যালয় শাখা ইসলামী ছাত্রী সংস্থার পক্ষ থেকে শাখার সভানেত্রী ও সেক্রেটারির নেতৃত্বে একদল প্রতিনিধি নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিস্তারিত আলোচনা করেন।

এতে আরো বলা হয়, ওই আলোচনায় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারকরণ, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা, নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত কমনরুম, নামাজরুম ও ওজুখানার ব্যবস্থা, মাতৃত্বকালীন সময়ে সহযোগিতা, আবাসন সংকট নিরসন, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি, যৌন হয়রানি মুক্ত ক্যাম্পাস, হলভিত্তিক মেডিসিনের সুব্যবস্থাসহ বে‌শকিছু দাবি পেশ করা হয়। 

সেই সাথে এ দাবিসমূহ স্মারকলিপি আকারে উপাচার্যের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপাচার্য মহোদয় মনোযোগ দিয়ে প্রতিনিধিদলের কথা শোনেন এবং সার্বিক বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা ও সমাধান করার আশ্বাস দেন।

আজ ঘটনাবহুল সেই ওয়ান-ইলেভেন, ১৯ বছর আগে এই দিনে কী ঘটেছিল
  • ১১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় শিশুসহ নিহত ছয়
  • ১১ জানুয়ারি ২০২৬
ইরানে যতবার বিক্ষোভ হয়, ততবারই তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে বেড়েছে ছুটি, দেখুন তালিকা
  • ১১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের কারাগারে মাদুরো কেমন আছেন, জানালেন ছেলে
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রক্সি নয়, বিইউপিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গিয়েছিলাম—দা…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9