সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০১:১১ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় অধিভুক্তি বাতিলের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বিষটি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে ঢাবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, চলতি শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে সাত কলেজ ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না। তবে পরীক্ষা আয়োজনে কোনো সহযোগিতা লাগবে সেটি করার ব্যাপারে আমরা সেটি করবো।
তিনি আরও বলেন, গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় অধিভুক্তি বাতিলের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। সিন্ডিকেটে সেটিই বহাল রাখা হয়েছে।
২০১৭ সালে রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সাতটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছেন।