ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে জাবিতে দুই বাস আটক শিক্ষার্থীদের
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ PM

ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রইছ পরিবহনের দুটি বাস আটকে রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় বাস দুটি আটকে রেখেছেন তারা।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান (পাপন) বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে আমি রইছ পরিবহনের একটি বাসে ওঠি ইসলামপুর যাওয়ার জন্য। ভাড়া চাইলে আমি বাস সহকারীকে ২০০ টাকার নোট দেই। যদিও আমার গন্তব্যের হাফ ভাড়া ছিল ১০ টাকা। কিন্তু বাসের সহকারী আমাকে ৮০ দিয়ে বাকি টাকা পরে ফিরত দিতে চান। কিন্তু পরবর্তীতে আমি বাকি টাকা ১১০ টাকা ফেরত চাইলে তিনি আমাকে টাকা ফেরত না দিয়ে গালিগালাজ শুরু করে এবং একসময় বাসের হেল্পার ধাক্কা দিয়ে বাসের পিছনে নিয়ে যায়।’
বাস আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। মালিকপক্ষের লোক আসবে আসবে করে এখনো আসেননি। তারা যদি আসে শিক্ষার্থীদের সাথে নিয়ে এরকম অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে আমরা তাদের সাথে আলোচনা করবো এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’