সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।  

আজ শুক্রবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক আরেফিন সিদ্দিক দেশের সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রেও রেখেছেন অবিস্মরণীয় অবদান। এসব কাজের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।  

উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

এর আগে, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আরেফিন সিদ্দিক। রাত পৌনে ১১টায় তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


সর্বশেষ সংবাদ