দায়িত্ব গ্রহণের ৬ মাস উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে আসছে ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের বিভিন্ন পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (৯ মার্চ) নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের ৬মাস পূর্তি উপলক্ষ্যে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের  প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে বর্তমান প্রশাসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধরবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

এ সময় আরও উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ

এর আগে, ২০২৩ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পরে কোটা সংস্কার আন্দোলনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় চাপের মুখে তিনি পদত্যাগ করেন।


সর্বশেষ সংবাদ