শুধু শিক্ষায় নয় সংস্কৃতিতেও এগিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা: মার্কিন কাউন্সেলর

০৪ অক্টোবর ২০২৪, ০৬:২৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
জাবির জহির রায়হান মিলনায়তনের সামনে

জাবির জহির রায়হান মিলনায়তনের সামনে © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাবের (জেইউএইচসি) উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৪র্থ বারের মতো বিদেশে উচ্চ শিক্ষাবিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানিয়েছেন আমেরিকান দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক কাউন্সেলর স্টিফেন ইবেলি।

শুক্রবার (৪ অক্টোবর) জাবির জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে এডুকেশন ইউএসএ, মার্কিন দূতাবাস, আইডিপি বাংলাদেশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত ছিল।

অনুষ্ঠানে স্টিফেন ইবেলি বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশি শিক্ষার্থীরা শুধু শিক্ষায় নয় সংস্কৃতিতেও এগিয়ে। এখন পর্যন্ত প্রায় ১৪ লক্ষ বাংলাদেশি ছাত্র-ছাত্রী যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। তাদের অনেকে সেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব ভালো ফলাফল করে, আবার অনেকে দেশে ফিরে দেশের উন্নয়নে কাজ করে, যা উভয় দেশের জন্য অনেক বড় অর্জন। যুক্তরাষ্ট্র সবসময় উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে থাকবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘উচ্চশিক্ষা বিষয়ে এ ধরনের প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন রকম তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় অর্থায়নের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র থেকে মাস্টার্স, এমফিল ও পিএইচডি সম্পন্ন করে পেশাজীবনে উন্নতি করতে পারবে এবং শিক্ষায় আরো বেশি অবদান রাখতে পারবে।’

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান বলেন, ‘যারা পড়ালেখায় ভালো করতে চায় এবং উচ্চশিক্ষায় আগ্রহী তাদের বিভিন্ন রকম সহযোগিতা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা পাশে থাকবে।’

সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ও ইনফরমেশন্স সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের শিক্ষক উপদেষ্টা মেহেদী হাসান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাবিকুন নাহার প্রমুখ।

অনুষ্ঠান শেষে ক্লাবের সভাপতি মাহামুদুল হাসান বলেন, ‘উচ্চশিক্ষা বিষয়ক সব ধরনের ভীতি দূর করতে ২০১৯ সাল থেকে হায়ার স্টাডি ক্লাব কাজ করে যাচ্ছে। ক্লাবের মাধ্যমে বাইরের দেশে উচ্চশিক্ষার জন্যে শিক্ষার্থীদের গমনের এক যুগান্তকারী বিপ্লব এসেছে। উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের সর্বোচ্চ তথ্য সহায়তা দিতেই দিনব্যাপী আমাদের এ সেমিনার আয়োজিত হচ্ছে।’

আরও পড়ুন: সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি শিক্ষকদের

অনুষ্ঠানে উচ্চশিক্ষা বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যুক্তরাজ্যে উচ্চশিক্ষা এবং শেভেনিং স্কলারশি, আমেরিকায় উচ্চশিক্ষার গুরুত্ব, ‘আইইএলটিএস’ মাস্টার ক্লাস, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, রিসার্চ এবং এই ক্লাবের সঙ্গে সংযুক্ত যারা বাইরে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন তাদের পরিচিতি পর্ব রাখা হয়। 

এছাড়া আইডিপি বাংলাদেশ -এর ‘আইইএলটিএস’ অ্যাডমিনিস্ট্রেটর কে এম বি জামান মাস্টার ‘আইইএলটিএস’-এর ওপর সেশন নেন। 

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9