অধ্যাপক জামাল-জিনাত-মশিউরের অব্যহতি চেয়ে ঢাবিতে অসহযোগ আন্দোলন

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ক. ম জামাল উদ্দিন, অধ্যাপক জিনাত হুদা ও অধ্যাপক মশিউর রহমানের অব্যহতির দাবিতে অসহযোগ আন্দোলনে নেমেছেন বিভাগটির শিক্ষার্থীরা। আজ সোমাবার (২ সেপ্টেম্বর) ক্যাম্পাসে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় তারা ৪টি দাবির কথা জানান। এসব দাবির মধ্যে রয়েছে বিভাগের তিন অধ্যাপককে সব ধরনের কর্মকাণ্ড হতে অব্যহতি, পোষাক পরিধানের স্বাধীনতা প্রমুখ।

এসময় তারা দফা ‘চার, দাবি চার সমাজবিজ্ঞান বিভাগের সংস্কার’, ‘দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দেয়।

শিক্ষার্থীরা বলেন, আমরা চার দফা দাবিতে আগেও আন্দোলন করেছি। বন্যার কারণে আমাদের আন্দোলন কিছুটা ধীরগতি হয়েছিল। সেই সুযোগে মনে করেছিল ছাত্রসমাজ ঘুমিয়ে পড়েছে। ছাত্রসমাজ ঘুমায়নি এটা জানান দেয়ার জন্য আজকে আমাদের এ আন্দোলন। জিন্নাত হুদা ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের ব্যানারে উনি আওয়ামী লগিকে বিভিন্ন ভাবে জাহিল করার চেষ্টা করেছে। আমরা এ কারণে বিভাগীয় প্রধানের পদ থেকে উনার পদত্যাগ দাবি করছি। 


সর্বশেষ সংবাদ