‘বাংলা ব্লকেড’ বাস্তবায়নে ঢাকার যে ৭ স্পটে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা

  © টিডিসি ফটো

সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিল এবং ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ‘বাংলা ব্লকেড’ বাস্তবায়নে ঢাকার বিভিন্ন স্পটে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (৭ জুলাই) আড়াইটা থেকেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মিছিল নিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন।

আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা বেলা পৌনে ৪টার দিকে ঢাবি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সেখানে অবস্থান নেন তারা। রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড় বন্ধ করে রাখায় শাহবাগের আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এমনকি মোড় বন্ধ করে দেওয়ার আগে যেসব গাড়ি শাহবাগের আশপাশে অবস্থান করছিল সেগুলোও আটকা পড়েছে।

এছাড়াও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও ফজলুল হক মুসলিম হল, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ, ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা চাংখারপুলে অবস্থান নিয়েছেন।

নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবস্থান নিয়েছেন ঢাকা কলেজ, সিটি কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।   

ঢাবি শিক্ষার্থীদের একাংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ে অবস্থান নিবেন বলে জানানো হয়েছে। 

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে রাস্তা অবরোধ করবেন বলে জানা গেছে। 

 

সর্বশেষ সংবাদ