রাবিতে প্রতি গোলাপের দাম ৭০ টাকা, ফ্লাওয়ার ক্রাউন ১৫০

রাবিতে বিভিন্ন জায়গায় বসেছে ফুলের দোকান
রাবিতে বিভিন্ন জায়গায় বসেছে ফুলের দোকান  © টিডিসি ফটো

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। একইসাথে বছর ঘুরে এলো বসন্ত। ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন মিলে এ উৎসবে যোগ করেছে নতুন মাত্রা। আজ কেউ করছে বসন্তের উদযাপন, কেউ করছে ভালবাসার উদযাপন। এই দিনের উদযাপনের প্রধান অনুসঙ্গ ফুল। তাই তো দিবস দুটোকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আকার ভেদে এক-একেকটি গোলাপ ফুলের দাম বেড়েছে ৬ থেকে ৭ গুণ।

অন্য সময় যেখানে একটি গোলাপ বিক্রি হতো ১০ টাকায় সেখানে এই বিশেষ দিনে গোলাপের দাম হয়েছে ৭০ টাকা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বসেছে ফুলের দোকান। সেখানে দেখা যায়, ক্রেতাদের আনাগোনা। 

বিক্রেতারা এক-একটি গোলাপ বিক্রি করছেন ৬০ টাকায়। যেগুলো সাধারণ সময়ে বিক্রি হয় ১০-১৫ টাকায়। বড় আকারের ফুল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। জার্বেরা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে প্রতি পিচ ফ্লাওয়ার ক্রাউন বিক্রি হচ্ছে ১৫০ টাকা করে। যা সাধারণ সময়ে বিক্রি হতো ২০ থেকে ৩০ টাকায়। এছাড়া গ্লাডিওলাস বিক্রি হচ্ছে প্রতি পিচ দরে ৫০ টাকা। 

বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ফুল বিক্রি করছেন মুনিম ও তার বন্ধুরা। তিনি বলেন, ভালোবাসা দিবস ও বসন্তবরণ উৎসব উপলক্ষ্যে ফুলের দাম একটু বেশি। আমাদেরও বেশি দামে ফুল কিনতে হয়েছে। এক একটি গোলাপ কিনতে দাম নিয়েছে ২৫ থেকে ৩০ টাকা। যেটা অন্যদিন ২ থেকে ৩ টাকায় পাওয়া যেত। 

আরও পড়ুন: একাধিক প্রেমের বিরুদ্ধে রাবিতে ‘প্রেমবঞ্চিত সংঘের’ বিক্ষোভ

শামসুন্নাহার নামে এক ক্রেতা শিক্ষার্থী বলেন, একটি গোলাপ ফুল কিনেছি ৫০ টাকা দিয়ে। একই গোলাপ সাধারণ দিনে কিনলে দাম পড়তো ১০ টাকা। তবে এতে আমার আক্ষেপ নেই। একটি গোলাপ বিশেষ দিনে একটু বেশি দাম দিয়ে কিনতেই পারি। 


সর্বশেষ সংবাদ