কানাডায় রিসার্চ ফেলো হলেন জাবি অধ্যাপক

ড. শেখ তৌহিদুল ইসলাম
ড. শেখ তৌহিদুল ইসলাম  © সম্পাদিত

কানাডার ইউনাইটেড ন্যাশনস্ ইউনিভার্সিটিতে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে  মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএসয়ের পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম তাঁকে অভিনন্দন জানিয়েছেন। 

সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অধ্যাপক ইসলাম কানাডার ইউনাইটেড ন্যাশনস্ ইউনিভার্সিটি কর্তৃক দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অ্যানালিটিক্স বিষয়ক শিক্ষা, গবেষণা এবং জ্ঞান বিস্তারে ভূমিকা পালন করার জন্য সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে মনোনীত হয়েছেন।

অধ্যাপক ইসলামের এ সাফল্যে অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, শিক্ষা-গবেষণা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অধ্যাপক ইসলামের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ইউনাইটেড ন্যাশনস ইউনিভার্সিটির এই ফেলোশিপ প্রদান করেছে। অধ্যাপক ইসলামের এ অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি পেয়েছে। 

উপাচার্য দৃঢ়ভাবে বিশ্বাস করেন, অধ্যাপক ইসলাম শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবং দুর্যোগ প্রবণ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়সমূহের ক্ষেত্রে বিশ্ব পরিমণ্ডলে বিভিন্ন ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ইসলাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পলিসি তৈরি, প্রবন্ধ প্রকাশনা ও গবেষণা কাজে প্রায় দুই দশক ধরে নিয়োজিত আছেন। বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা টেলর এন্ড ফ্রান্সিস (রাউটলেজ ইমপ্রিন্ট), স্প্রিঞ্জার, RERIC, (AIT থাইল্যান্ড), ICIMOD (নেপাল) এবং বাংলাদেশের ইউপিএল অধ্যাপক ইসলামের গবেষণা পুস্তক প্রকাশ করেছে। দেশি-বিদেশি খ্যাতনামা একাডেমিক পিয়ার রিভিউড জার্নালে ৫০-এর অধিক গবেষণা প্রবন্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় বাংলাদেশ সরকার কর্তৃক উপস্থাপিত ৭০-এর অধিক ন্যাশনাল রিপোর্ট প্রণয়নে মূখ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence