ঢাবিতে প্রভোস্ট অ্যাওয়ার্ড পেলেন জিয়া হলের ২৪ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২৪জন মেধাবী শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২৪জন মেধাবী শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২৪জন মেধাবী শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রদানকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অ্যাওয়ার্ড প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির উন্নয়ন এবং মানবতার কল্যাণে শিক্ষার্থীদের কাজ করতে হবে। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করবে এবং বিশ্বমানের নাগরিক হিসেবে নিজেদের তৈরি করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্‌লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক ও প্রভোস্ট অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আফজাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে সকল আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. রিয়াজ উদ্দিন, মো. নাজমুল আরেফীন, মো. আবু নাসের, মো. তাহমিদ জামি, মোস্তাফিজুর রহমান, শাকিল আহমেদ, মো. আসিফ উদ্দিন মিয়া, মোঃ লুতফে তারিক রহমান, মো. মাজহারুল ইসলাম, মোঃ সারোয়ার ইকবাল, মো. সোহরাওয়ার্দি, বাদল মিয়া, মো. নওশাদ ইসলাম, পার্থ প্রতিম নাথ, বাদল মিয়া, মো. মহিউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান অনিক, মো. জাহিদ হোসেন, মোহাম্মদ নেজাম উদ্দিন, সাইফুল ইসলাম তপু, রিজুয়ান মাহমুদ, শাহরিয়াদ ইসলাম ও মো. তাসনিম হাসান।


সর্বশেষ সংবাদ