ঢাবিতে ভিওবি ম্যাগাজিনের ১৩তম সংস্করণ উন্মোচন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ১১:৩৪ AM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৩, ১১:৪০ AM
‘ভয়েস অব বিজনেস উইক ২০২৩’ শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভয়েস অব বিজনেস ক্লাবের নিজস্ব বিজনেস ম্যাগাজিনের ১৩তম সংস্করণ।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ড. হাবিবুল্লাহ কনফারেন্স হলে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন। তিনি তার বক্তব্যে বলেন, প্রতি সংষ্করণে ভয়েস অব বিজনেসের ম্যাগাজিনের বিষয়গুলোর পরিধি বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে এই ম্যাগাজিন আমাদের দেশের অর্থনীতি এবং ব্যবসায়কে ফুটিয়ে তুলছে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদুর রহমান এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভির আলম হিমেল।
ম্যাগাজিন উন্মোচনের সময় ক্লাবটির চিফ এডিটর ফয়সাল আরেফিন তার বক্তব্যে বলেন, আমাদের দেশের অর্থনীতি এবং বৈদেশিক আয়ের উৎস কয়েকটি খাতের উপর নির্ভরশীল; আমরা চেষ্টা করেছি আমাদের অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করার জন্য যে খাতগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, সে সকল খাতকে আমাদের ম্যাগাজিনে তুলে ধরা।"
ম্যাগাজিন উন্মোচন সম্পর্কে জানতে চাইলে ভয়েস অব বিজনেসের জেনারেল সেক্রেটারি ফাহমিনা আহমেদ বলেন, ভয়েস অব বিজনেসের ১৩তম ম্যাগাজিন প্রকাশ করতে পেরে আমি ও আমাদের ক্লাবের সকল সদস্য খুবই আনন্দিত। এই ম্যাগাজিন শিক্ষার্থীদের প্রতিভাকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নিজ বক্তব্যে ক্লাবের প্রেসিডেন্ট জামিলুর রেজা ইফতি বলেন, এই ম্যাগাজিনে আমরা রেডিমেড গার্মেন্টস খুঁটিনাটি তুলে ধরেছি, যেনো শিক্ষার্থীরা এই বিষয়ে আরো অবগত হতে পারে।
একই দিনে ক্লাবটি বরণ করে নেয় ২০২১-২২ শিক্ষাবর্ষের নতুন সদস্যদের। মোট চারটি প্রতিযোগীতামূলক ধাপের মাধ্যমে ৩৪০জনের মধ্যে থেকে ৪৯জনকে সদস্য হিসেবে বাছাই করে নেয় ক্লাবটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির এ্যালামনাই সদস্যবৃন্দ। তারা তাদের বিশ্ববিদ্যালয় জীবন এবং ক্লাবটির সাথে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন নতুনদের মাঝে।
এই অনুষ্ঠানের ফুড পার্টনার ছিলো প্রাণ, টি পার্টনার ইস্পাহানী এবং মিডিয়া পার্টনার ছিল বণিক বার্তা।
উল্লেখ্য, ভয়েস অব বিজনেস দেশের প্রথম শিক্ষার্থী পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা ক্লাব। ২০০৭ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত ক্লাবটি ১৩টি ম্যাগাজিন প্রকাশ করেছে। এছাড়াও ক্লাবটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময় ব্র্যান্ডড্রিলসহ বিভিন্ন প্রতিযোগীতা ও সেমিনারের আয়োজন করে থাকে।