রাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফাইন্যান্স বিভাগ

পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পুরস্কার বিতরণী অনুষ্ঠান   © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফাইন্যান্স বিভাগ। খেলায় রানার্সআপ হয়েছে অর্থনীতি বিভাগ। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। 

বুধবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অর্থনীতি বিভাগকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফাইন্যান্স বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের ৫৮টি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয় এবারের টুর্নামেন্ট। সবশেষ গত ২ অক্টোবর অনুষ্ঠিত সেমিফাইনালে ‘ক’ গ্রুপে বাংলা বিভাগকে ১-০ গোলে হারায় অর্থনীতি বিভাগ। অন্যদিকে ‘খ’ গ্রুপে মনোবিজ্ঞান বিভাগকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফাইন্যান্স বিভাগ। 

৭০ মিনিটের ফাইনাল খেলায় প্রথমার্ধের খেলা শুরুর ২০ মিনিটের মাথায় অর্থনীতি বিভাগ ফাইনান্স বিভাগকে ১টি গোল দেয়। তার কিছুক্ষণের মধ্যেই একটি পেনাল্টি পায় ফাইন্যান্স বিভাগ। ফলে পেনাল্টিতে ১টি গোল পেয়ে খেলার প্রথমার্ধে সমতায় আসে ফাইন্যান্স বিভাগ। খেলার দ্বিতীয়ার্ধে দু-দলের মধ্যে কোনো গোল না হওয়ার রেফারির সিদ্ধান্তে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে ২-০ গোলে জয় লাভ করে ফাইন্যান্স বিভাগ।  

খেলা শেষে চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দল এবং ২য় রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করেন রাবি উপাচার্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স দলের ক্যাপ্টেন দিদারুল ইসলাম। 

আরও পড়ুন: নতুন জোট গঠনে আলোচনা করছে ইসলামপন্থী ছাত্রসংগঠনগুলো

এসময় বিজয়ী ও রানার আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলার মানকে কীভাবে আরো উন্নত করা যায় সে চেষ্টা সবসময় চলমান। খেলাকে কেন্দ্র করে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে৷ আমাদের সকল টিম নিয়ে চারটা সুপার টিম করে সুপার লিগ করা হবে রাজশাহী ডিভিশনের সাথে। এ বিষয়ে আমরা ইতোমধ্যে কথা বলেছি।

তিনি আরো বলেন, খেলা হলো ভ্রাতৃত্বের, খেলা হলো পরস্পরের প্রতি সহমর্মিতার৷ খেলাধুলা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। খেলায় জয় পরাজয় কোনো বিষয় না। অংশগ্রহণই মূখ্য বিষয়। কেউ বিজিত নয় সকলেই বিজেতা। এটা নিয়ে মন খারাপ করা যাবে না৷ তোমরা সকলেই বন্ধু, কেও বড় ভাই কেও সিনিয়র৷ সবসময় পরস্পরের প্রতি সহমর্মিতা বজায় রাখবে। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার সাব-কমিটির সভাপতি ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুর রহমান প্রামানিক (অব.), বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল প্লেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. নাসিম রেজা।

এসময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রায় পাঁচ হাজারের অধিক শিক্ষার্থী খেলা উপভোগ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence