আবারও ইসলামিক ব্যাংকস শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন

চবি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন
চবি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন   © টিডিসি ফটো

২০২৩-২০২৭ কার্যকালের জন্য সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। সেক্রেটারি জেনারেল পদে মো. আবদুল্লাহ শরীফ এবং ভাইস চেয়ারম্যান পদে অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা নির্বাচিত হয়েছেন। 

গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে তারা জয়লাভ করেন। 

এতে বোর্ডের ২৮টি সদস্যব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরী‘আহ সুপারভাইজরি কমিটি/শরী‘আহ কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যসচিব/সচিবগণ ভোট প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান ডিপার্টমেন্টের ডিরেক্টর ড. মোহাম্মদ আমির হোসেন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, এই দায়িত্বপ্রাপ্তিতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা চাই, ইসলামী অর্থনীতির বিকাশ হোক। সুদবিহীন ব্যাংকিং সিস্টেম চালু হোক। বৈশ্বিক উন্নয়নে অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সুদ দায়ী। 

তিনি আরও বলেন, দেশের ইসলামি ব্যাংকগুলো সেই সুদমুক্ত ব্যাংকিং সিস্টেম চালুর জন্য কাজ করে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপেও শুরু হয়েছে ইসলামিক ব্যাংকিং সিস্টেম। এক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল হতে পারে। এই গুরু দায়িত্বে সকলের সহযোগিতা কামনা করছি। 

অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২য় বারের মতো সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ঢাকার উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা দি সিটি ব্যাংক, মেঘনা ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং বেক্সিমকো গ্রিন সুকুক শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোঃ আবদুল্লাহ শরীফ দি সিটি ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ এডভাইজরি কমিটি, ইসলামিক ব্যাংকিং আইন প্রণয়ন কমিটি এবং এওফি’র এডুকেশন বোর্ডের সদস্য। তিনি ৩য় বারের মতো সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence