ঢাবিতে গাঁজাসহ ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও এইচএসসি পরীক্ষার্থী আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫২ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গাঁজাসহ বহিরাগত ছয় যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হলে অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেট থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল টিম। আটককৃতদের ৫ জনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর বাকি একজন একজন এইচএসসি পরীক্ষার্থী।
আটকরা হলেন- আশাদুল ইসলাম, সিফাত খান, শাহরিয়ার অয়ন, গোলাম মোস্তফা তালহা, নাজমুল সাকিব এবং অভি রহমান।
জানা যায়, রাত আড়াইটার দিকে কলাভবনে গেটের সামনে একটি গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৬-৬০৯৭) পার্কিং করে এই ছয় তরুণ। এসময় তাদের ‘অস্বাভাবিক’ অবস্থায় থাকতে দেখা যায়। পরে সন্দেহ হলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালায়। এসময় তাদের কাছে থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীকালে ছয়জনকে শাহবাগ থানায় সোর্পদ করে প্রক্টরিয়াল টিমের সদস্যরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, আনুমানিক রাত আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে ছয় তরুণকে গাঁজাসহ আটক করা হয়। তারা নিজেরা সেবনের উদ্দেশে মাদক বহন করছিল।
তিনি আরও বলেন, আটক হওয়াদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও এইচএসসি পরীক্ষার্থী এমনও রয়েছে। পরবর্তীকালে আমরা তাদের শাহবাগ থানায় সোর্পদ করি। আটক শিক্ষার্থীদের অভিভাবকরা মুচলেকা নিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে।