© ফাইল ছবি
দুর্ঘটনাজনিত কারণে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। আজ রবিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রাহিমা কানিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি ক্যাম্পাসের ভিতরে নিজস্ব কাজের জন্য চলাফেরার সময় এবং ক্যাম্পাসের বাইরে দুর্ঘটনাজনিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আহত হয় তাহলে তার চিকিৎসার ব্যয়ভার বহন করবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।