রাবিতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

২৩ মে ২০২৩, ০৫:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত এই আয়োজনে মুখ্য আলোচক ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আবুল কাশেম। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের উপ-প্রধান গিঅম অড্রেন দে কেড্রেল। উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক।

অনুষ্ঠানে মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, বিংশ শতাব্দীতে বিশ্ব ব্যাবস্থায় দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। একটি হচ্ছে ১৯১৭ সালে সোভিয়েত ইউনিয়ন ও ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন সৃষ্টি। ফলে বিশ্ব ব্যবস্থা দুইভাগে ভাগ হয়ে যায়। এই নতুন রাষ্ট্র ব্যবস্থার পক্ষ থেকে সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদী শক্তির বিপরীতে শান্তির অন্বেষা শুরু হয়। এই অবস্থায় ১৯৪৯ সালে বিশ্ব শান্তি পরিষদ গঠিত হয়। সভাপতি ছিলেন জুলিও ও তার স্ত্রীর নাম আইরিন কুরি। তাদের দুজনের নাম মিলে হয় জুলিও কুরি। তারা দুজনই যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারা দু'জনই সাম্রাজ্যবাদবিরোধী ছিলেন। 

তিনি আরও বলেন, শৈশবে বঙ্গবন্ধু একটি ব্রতচারী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। মুসলিম লীগের ভিতরে দুটি ধারার সৃষ্টি হয়। বঙ্গবন্ধু মূলত প্রগতিশীল ধারায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বঙ্গবন্ধু আমাদের একটা নতুন দিশা দিতে পেরেছেন। তিনি খুব বেশি সময় পাননি, কিন্তু তিনি পলিসি তৈরি করেছিলেন। তার কন্যা সেগুলো অনুসরণ করে চলছেন। সারা বাংলাদেশে আজকে এই দিবসটি সরকারিভাবে পালন করা হচ্ছে। বঙ্গবন্ধুর রাজনৈতিক ধারণাগুলো যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে সোনার বাংলা নির্মাণের যে প্রক্রিয়া তা আমরা ধরতে পারব।

সম্মানিত অতিথি তার বক্তব্যে বিশিষ্ট ফরাসি নোবেল পুরস্কারে ভূষিত পদার্থবিজ্ঞানী জুলিও কুরির জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা এবং বিশ্ব শান্তিতে তাঁর আকাক্সক্ষা ও অবদান সম্পর্কে আলোচনা করেন। বিশ্ব শান্তির লক্ষ্যে জুলিও কুরির আকাক্সক্ষা ফরাসি সমাজের মানবতাবাদী দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদানের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে যে স্মারক ডাকটিকেট প্রকাশিত হচ্ছে , সেটির নকশা করছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক প্রফেসর বনি আদম। আজকের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছে। অসমাপ্ত আত্মজীবনীর একদম প্রথমে বলা আছে বিশ্ব শান্তির বার্তা, সেটি হলো একজন মানুষ হিসেবে আমি সমগ্র মানবজাতির কথা ভাবি। এখানেই বঙ্গবন্ধুর বিশ্বচিন্তার প্রতিফলন দেখতে পাই। 

তিনি আরও বলেন, বাঙালি হিসেবে যা কিছু বাঙালির সাথে সম্পৃক্ত তা আমায় গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালবাসা। বঙ্গবন্ধু সারাজীবন যা করেছেন তা শান্তির পক্ষে, ন্যায়ের পক্ষে। শান্তির জন্য বঙ্গবন্ধুর যে অবিরাম সংগ্রাম তারই একটি স্বীকৃতি এই জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি। তিনি শুভ চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন। উনি বাঙালি রাষ্ট্রের জন্ম দিয়ে, মানব মুক্তির এক জীবন্ত উদাহরণ তৈরি করে গেছেন।

বিশেষ অতিথিবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন। আমরা সেই জাতি যে জাতি এমন একজন নেতা পেয়েছিলাম, যিনি শান্তি কামনা করেছেন, এই বাঙালিকে, বাংলাকে মুক্তি দিয়েছিলেন শৃঙ্খল থেকে, বাঙালিকে বিশ্বে পরিচিত করেছিলেন। সারা বিশ্ব তাঁকে স্বীকৃতি দিয়েছেন একজন মহামানব হিসেবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানের আগে এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যায়। সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ ছাড়াও বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9