৯০টি আসন কমিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 

০৮ এপ্রিল ২০২৩, ১২:২০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে গত শিক্ষাবর্ষের ন্যায় ২০২২-২৩ সেশনেও বেশ কয়েকটি আসন কমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আসন সংখ্যার একটি তালিকা থেকে বিষয়টির সত্যতা পাওয়া গেছে।

নতুন শিক্ষাবর্ষে ৪ হাজার ২০টি আসন থেকে বিভিন্ন বিভাগে সর্বমোট ৯০টি আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক সম্মান শ্রেণীতে বিভাগসমূহের আসন সংখ্যার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত তালিকাটি বিশ্লেষণ করে দেখা যায়, কলা অনুষদের ইংরেজি বিভাগে ১০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১০টি; বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগে ১০টি, পরিসংখ্যান বিভাগে ১০টি; বিজনেস স্টাডিজ অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি, ফাইন্যান্স বিভাগে ২০টি; সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৫টি এবং জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগে ৫টি আসন কমানো হয়েছে। কোটা বাদে নতুন শিক্ষাবর্ষে রাবির ৫৯টি বিভাগ ও ২টি ইন্সটিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পেতে যাচ্ছেন ৩ হাজার ৯৩০ জন শিক্ষার্থী। 

এর আগে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও আবাসন সংকটের দিকটি উল্লেখ করে রাবি উপ-উপাচার্য ড. সুলতান-উল-ইসলাম জানিয়েছিলেন, ‘‘শিক্ষার সরঞ্জামাদি আমরা শিক্ষার্থীদেরকে প্রয়োজন মাফিক দিতে পারছি না। তারপরে হলগুলোতে যথেষ্ট আসন সংখ্যা নেই। ফলে আবাসন সংকটের কারণে শিক্ষার্থীরা মেস মালিকদের উপর অনেকখানি নির্ভরশীল হয়ে যাচ্ছে। বিভাগ এবং ইন্সটিটিউটগুলোর সাথে আলোচনা করে আগামী বছরগুলোতে আমরা আরও কিছু আসন কমিয়ে আনতে চাই।’’

ড. সুলতান-উল-ইসলাম আরও জানান, ‘‘সরকারের পক্ষ থেকেও দেশব্যাপী একটি পরিকল্পনা থাকা দরকার। দেশের বিভিন্ন জায়গায় নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। শিক্ষার্থীদের সেখানেও ভর্তি হওয়ার সুযোগ থাকছে। আমাদের বিভাগগুলোর কাছে আমরা তথ্য চেয়েছি; বলেছি আপনারা যতসংখ্যক যৌক্তিক মনে করেন ততসংখ্যক আসন কমিয়ে আনুন।’’

নতুন শিক্ষাবর্ষে ৯০টি আসন কমার ফলে, দুই শিক্ষাবর্ষ মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন কমানো হয়েছে সর্বমোট ২৫৮টি। বিভাগ ও ইনস্টিটিউটের চাহিদা সাপেক্ষে আগামীতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে। বিগত এক দশকে বিশ্ববিদ্যালয়ে খোলা হয়েছে নয়টি বিভাগ, আসন সংখ্যা ৩ হাজার ৬০০ থেকে বেড়ে হয়েছিল ৪ হাজার ১৭৮টি।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের উন্নতির স্বার্থে বিভিন্ন অনুষদের বেশ কয়েকটি বিভাগ আসন কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। যা গত শিক্ষাবর্ষ থেকে কার্যকর হয়। ২০২১-২২ শিক্ষাবর্ষে সর্বমোট ১৬৮টি আসন কমিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এদিকে নতুন প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে কলা অনুষদে ৮৮৬টি, আইন অনুষদে ১৬০টি, বিজ্ঞান অনুষদে ৬৪০টি, বিজনেস স্টাডিজ অনুষদে ৪৭০টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৬১টি, কৃষি অনুষদে ১১২টি, প্রকৌশল অনুষদে ২৫৬টি, চারুকলা অনুষদে ১২০টি, জীববিজ্ঞান অনুষদে ২৯৫টি, ভূ-বিজ্ঞান অনুষদে ১৩০টি, ফিশারীজ অনুষদে ৫০টি, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে ৫০টি, ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ)-তে ৫০টি এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ৫০টি আসন রয়েছে। 

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9