চবির হলে ছাত্রলীগের তাণ্ডব, ৮ রুমে ভাংচুর

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের নিষিদ্ধ উপগ্রুপ বিজয়ের দু'পক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে সোহরাওয়ার্দী হলে তাণ্ডব চালানো হয়েছে। এতে প্রভোস্ট কক্ষসহ মোট ৮টি কক্ষে ভাংচুর চালায় তারা। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, চবির বগিভিত্তিক উপগ্রুপ বিজয়ের অনুসারীরা দুইভাগে বিভক্ত। একপক্ষ আলাওল হল ও স্যার এ এফ রহমান হল এবং অপরপক্ষ সোহরাওয়ার্দী হলে অবস্থান করে। আধিপত্য বিস্তার এবং রুম দখলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে তারা।

এ বিষয়ে বিজয়ের একপক্ষের নেতা নজরুল ইসলাম সবুজ বলেন, জামায়াত-শিবিরের কর্মীদের মতো তারা আমাদের উপর অতর্কিত হামলা করে৷ ভাংচুর করে। আলাওলে থাকা বিজয়ের কর্মীরা এসব কাজ করেছে।  

অপরপক্ষের নেতা আল আমিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। 

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, হলের ৮টি কক্ষ ভাংচুর করেছে। এমনকি প্রভোস্ট অফিসও ভেঙেছে। বিষয়টি প্রক্টরকে জানানো হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করা ছাত্রদের অধিকারের মধ্যে পড়ে না। 

চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। বিষয়টি নিয়ে সার্বিকভাবে তদন্ত হবে। কারা এ কাজ করেছে।

শিক্ষকতায় ফেরা হলো না বিশেষ সহকারীর, পদত্যাগপত্র গৃহীত অবসর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের ক…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
অর্ধেক রোজা পর্যন্ত স্কুল খোলা থাকলেও রমজানে বন্ধই থাকছে কল…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ফুলবাড়ীয়ায় এক কৃষকের ১০ গরু চুরি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল আফগানিস্তান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় ভিড়ের মধ্যে পড়ে বৃদ্ধের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫