আবারও দ্রুততম মানবী রাবির সাবেক শিক্ষার্থী শিরিন

  © টিডিসি ফটো

বনানী আর্মি স্টেডিয়ামে শুরু হওয়া ৪৬তম বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিক্সে আবারও দেশের দ্রুততম নারী এথলেট হওয়ার গৌরব অর্জন করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী শিরিন আক্তার। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে মাত্র ১২মিনিট ২০ সেকেন্ড সময়ে ১০০ মিটারের স্প্রিন্ট জয় করে স্বর্ণপদক তুলে নেন এই দ্রুততম মানবী।

সামার ও জাতীয় প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে ১৪ বার ১০০ মিটার জিতলেন শিরিন। এবার তিনি সময় নিয়েছেন ১২.২০ সেকেন্ড। গত সেপ্টেম্বরে অবশ্য তিনি ১১.৯৫ সেকেন্ড দৌড়েছিলেন। ইলেকট্রনিক বোর্ডে যেটা ছিল মেয়েদের ১০০ মিটারের নতুন জাতীয় রেকর্ড।

আরও পড়ুন: নটর ডেম কলেজে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

সাতক্ষীরা সদরের দহকোলা গ্রামের শিরিন আক্তার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। শেখ আবদুল মজিদ ও আঙ্গুরা বেগম দম্পতির কোনো ছেলে নেই। চার বোনের মধ্যে শিরিন দ্বিতীয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এখন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট। এছাড়া বিকেএসপির শিক্ষার্থীও ছিলেন তিনি। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান হলেও খেলার মাঠে দ্বিতীয় কমই হয়েছেন। প্রথম হওয়াটাই তার সবচেয়ে বড় নেশা।

ছোটবেলা থেকেই অনেক চটপটে এবং ভবঘুরে স্বভাবের হওয়ার ফলে 'অকর্মার ঢেঁকি, তোকে দিয়ে কিছু হবে না। অমুকের মেয়ের পা ধোয়া পানি খা গিয়ে’- মায়ের এমন অনেক কথা শুনে শৈশব পার করেছেন শিরিন। তিনি তার মেয়ে শিরিনকে আর অকর্মা বলেন না। দেশসেরা এই মানবীর কর্মপ্রচেষ্টা ও সফলতায় মুগ্ধ তার মা আঙুরা বেগম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence