সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি

২৭ অক্টোবর ২০২২, ১০:৩০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিষয়ভিত্তিক র‌্যাংকিংয়ে ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস গতকাল বুধবার (২৬ অক্টোবর) তাদের ওয়েবসাইটে এই র‌্যাংকিংয়ের তথ্য প্রকাশ করেছে।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে স্থায়িত্বের বৈশিষ্ট্যে ৭০০টি প্রতিষ্ঠান তাদের পরিবেশগত এবং সামাজিকভাবে তাদের কর্মক্ষমতা প্রমাণ করেছে। তালিকায় স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো টেকসই বিশ্ব গড়তে কাজ করেছে। ক্যাম্পাসের বাইরে প্রতিষ্ঠানগুলো এ ধরনের প্রভাবে জোর দিয়েছে। তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩৪টি, যুক্তরাজ্য ৬৭টি, চীনে ৩৯টি, জার্মানির ৩৬টি, অস্ট্রেলিয়ার ৩৪টি এবং ইতালি ৩২টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশ থেকে তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। স্থায়িত্বের বৈশিষ্ট্যে প্রকাশিত এবারের এ তালিকায় দেশের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাড়া কোন বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়নি।

আরও পড়ুন: কিউএস র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাবি, দ্বিতীয় বুয়েট

কিউএস র‌্যাংকিংয়ে স্থান পেতে পরিবেশগত প্রভাব বিভাগে তিনটি কর্মক্ষমতা সূচক মূল্যায়ন করা হয়েছে। টেকসই প্রতিষ্ঠান, টেকসই শিক্ষা এবং টেকসই গবেষণা। এছাড়া সামাজিক প্রভাব বিভাগ পাঁচটি সূচক বিবেচনা করা হয়েছে। তা হলো- সমতা, জ্ঞান বিনিময়, শিক্ষার প্রভাব, কর্মসংস্থান এবং সুযোগ এবং জীবনের মান।

প্রকাশিত তালিকায় স্থান পাওয়া বিশ্বের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয় হলো- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি, টরন্টো বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, এডিনবরা বিশ্ববিদ্যালয়, দ্যা ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়ালেস, সিডনি বিশ্ববিদ্যালয়, টোকিও ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়, দ্যা ইউনিভার্সিটি অব অক্টাল্যান্ড। 

তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ৫৫১-৬০০তম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিবেশগত ইম্প্যাক্ট র‌্যাংকিংয়ে ৫০১+ আর সোশ্যাল ইম্প্যাক্ট র‌্যাংকিংয়ে ৪৬১তম ঢাবি। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৬০১+ অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টির পরিবেশগত অবস্থান এবং সোশ্যাল ইম্প্যাক্ট র‌্যাংকিংয়ে ৫০১+।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9