প্রেরকের অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপে সেভ হবে না মিডিয়া ফাইল

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ  © সংগৃহীত

প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা বজায় রাখা এবং সুরক্ষিত যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে আনছে এক অত্যাধুনিক প্রাইভেসি ফিচার। যা চ্যাট, মিডিয়া ফাইল এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত করে তুলবে।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে দেখা গেছে, এক নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। যেখানে ছবি ও ভিডিও আর রিসিভারের ডিভাইসে অটোমেটিক সেভ হবে না। এর ফলে আপনি যদি কারও সঙ্গে কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করেন, সেই ব্যক্তি সেটি চাইলেও ডিভাইসে সংরক্ষণ করতে পারবেন না, যদি না আপনি অনুমতি দেন।

এই সেটিং চালু হলে শুধুমাত্র নির্দিষ্ট চ্যাটেই তা কাজ করবে। অর্থাৎ আপনি যাদের সঙ্গে এই সীমাবদ্ধতা চালু করবেন, শুধু তাদের ক্ষেত্রেই মিডিয়া ডাউনলোড ব্লক হবে। এতে প্রেরকের হাতে থাকবে কন্টেন্টের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ।

এই ফিচারগুলো আগে disappearing message-এ সীমাবদ্ধ ছিল। এখন হোয়াটসঅ্যাপে রেগুলার চ্যাটেও এটি চালু করার পরিকল্পনা করছে মেসেজিং প্লাটফর্মটি। ব্যবহারকারী যদি নতুন প্রাইভেসি সেটিং opt-in করেন, তবে রিসিভার মিডিয়া সেভ করতে পারবেন না। এভাবে হোয়াটসঅ্যাপ চায় মিডিয়া শেয়ারের সময়েও ব্যবহারকারীরা যেন নিরাপদ এবং নিশ্চিন্ত বোধ করেন।

নতুন আপডেটের একটি গুরুত্বপূর্ণ দিক হলো—চ্যাট হিস্ট্রি এক্সপোর্টের ওপর নিয়ন্ত্রণ। যদি কেউ Advanced Chat Privacy ফিচার চালু করেন। তাহলে হোয়াটসঅ্যাপ সেই ব্যক্তির মেসেজ বা কথোপকথন অন্য কারও পক্ষে এক্সপোর্ট করা বন্ধ করে দেবে। ফলে আপনার কথাবার্তা বা গুরুত্বপূর্ণ তথ্য আর তৃতীয় কোনো পক্ষের কাছে পৌঁছবে না।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence