একসঙ্গে দুটি ভাষা শেখার উপকারিতা
- মুহাম্মদ খালিদ ছাইফুল্যাহ (সাইফ)
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ AM

বিশ্বজুড়ে একশ কোটির বেশি মানুষ তিনটি ভাষায় কথা বলতে পারে। আপনি চাইলে এই দলে যোগ দিতে পারেন। কিন্তু কোন ভাষা আগে শিখবেন, তা ঠিক করা কঠিন হতে পারে।
স্প্যানিশ গান আর ফ্রেঞ্চ সিনেমা দুটিই যদি আপনার পছন্দের হয়, তাহলে সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। একইভাবে যদি ইতালিয়ান খাবার আর জার্মান সাহিত্য সমান ভাল লাগে, তাহলে কোন ভাষাটি আগে শিখবেন, সেটা নিয়ে দ্বিধা হতে পারে। তবে ভাল খবর হল, একটাকেই বেছে নিতে হবে—এমন কোনো নিয়ম নেই।
ভাষা শেখার সময় মস্তিষ্ক কীভাবে কাজ করে?
ছোটবেলায় যখন আমরা কথা বলতে শিখি, তখন আমাদের মস্তিষ্ক খুব সহজে নতুন শব্দ আর তাদের মানে শিখে ফেলে। বড় হওয়ার পর নতুন ভাষা শিখতে একটু বেশি সময় লাগে। তবে এর মানে এই নয় যে আমরা শিখতে পারি না।
আমরা নতুন কিছু শিখলে, মস্তিষ্কের কিছু বিশেষ জায়গা কাজ করে। এদের মধ্যে একটা জায়গার নাম ব্রোকা'স এরিয়া। এটা আমাদের কথা বলতে সাহায্য করে। আরেকটা ওয়ার্নিক'স এরিয়া। যা আমাদের কথা বুঝতে সাহায্য করে। আর একটা জায়গা আছে মোটর কর্টেক্স। যা আমাদের মুখ আর জিহ্বাকে কথা বলার জন্য চালিত করে।
একাধিক ভাষা জানা লোকেদের মস্তিষ্কে ধূসর পদার্থের (gray matter) পরিমাণ বেশি থাকে। ধূসর পদার্থ মস্তিষ্কের সেই অংশ যা তথ্য প্রক্রিয়াকরণ এবং ভাষা শেখার সাথে জড়িত। যারা একাধিক ভাষায় পারদর্শী তারা প্রায়ই মনোযোগ এবং সমস্যা সমাধানে অন্যদের তুলনায় বেশি দক্ষ হন। এর কারণ হল, একাধিক ভাষা ব্যবহার করার সময় তাদের মস্তিষ্ক বিভিন্ন কাজ একসাথে করতে অভ্যস্ত হয়ে যায়।
কীভাবে একসঙ্গে দুটি ভাষা শেখা সম্ভব?
একসঙ্গে দুটি ভাষা শেখা মানে জঙ্গলের মধ্যে দা দিয়ে পথ কাটার মতো। তবে একটার বদলে দুইটা পথ তৈরি করতে হয়। এজন্য দ্বিগুণ শৃঙ্খলা দরকার। সময় আর আগ্রহও বেশি লাগে।
তবে এটি সম্ভব। ২০২০ সালের এক গবেষণা তা প্রমাণ করে। ইন্টারন্যাশনাল জার্নাল অব মাল্টিলিঙ্গুয়ালিজমে প্রকাশিত গবেষণাটি চীনা শিক্ষার্থীদের নিয়ে করা হয়। তারা একসঙ্গে ইংরেজি আর রুশ ভাষা শিখেছে। কিন্তু যারা শুধু ইংরেজি শিখেছে, তাদের চেয়ে কম দক্ষ হয়নি।
যারা আগে থেকেই দুটি ভাষা জানে, তাদের জন্য শেখাটা সহজ হয়। কারণ তাদের মস্তিষ্ক এরই মধ্যে এই "বড় পরিশ্রম" করে ফেলেছে। ২০১৭ সালের এক গবেষণায়ও তা দেখা গেছে।
দুটি ভাষা একসঙ্গে শেখার কার্যকর কৌশল
যখন আমরা দুটি ভাষা একসঙ্গে শিখি, তখন মস্তিষ্কে আলাদা ল্যাঙ্গুয়েজ নেটওয়ার্ক গড়ে ওঠে, যা বাইলিঙ্গুয়াল ব্রেইন নামে পরিচিত। গবেষণায় দেখা গেছে, দ্বিভাষী মানুষের মস্তিষ্ক একাধিক ভাষা ব্যবহারের জন্য বেশি নমনীয় হয় এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।
একাধিক ভাষা শেখার সময় কোড-সুইচিং নামে একটি প্রক্রিয়া ঘটে, যেখানে মস্তিষ্ক একটি ভাষা থেকে অন্য ভাষায় দ্রুত যাওয়া-আসা করতে পারে। এই পদ্ধতি শেখার দক্ষতা বাড়ায় এবং এক ভাষার জ্ঞান অন্য ভাষা শেখায় প্রয়োগ করে। উদাহরণস্বরূপ, বাংলাভাষী কেউ যদি ইংরেজি ও ফরাসি শিখতে চায়, তবে ইংরেজি থেকে ফরাসির কিছু শব্দ সহজেই শিখতে পারে, যেমন Restaurant, Café, Boutique।
একসঙ্গে দুটি ভাষা শেখার আরও কার্যকর কৌশল হল স্ট্যাগারড লার্নিং পদ্ধতি। এতে একসঙ্গে দুটি নতুন ভাষা শেখার পরিবর্তে একটির ব্যাকরণ ও শব্দভাণ্ডার কিছুটা শিখে অন্যটি শুরু করলে শেখার হার ভাল হয়। এটি ভাষার মিশ্রণ প্রতিরোধ করে এবং শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে।
ভাষা শেখার জন্য ইমারশন পদ্ধতি অত্যন্ত কার্যকর। ভাষা শেখার ক্ষেত্রে ৭০% কার্যকারিতা আসে ব্যবহার থেকে, আর ৩০% আসে নিয়মিত চর্চা থেকে। ভাষাটি চারপাশে ঘিরে রাখতে সিনেমা দেখা, গান শোনা, বই পড়া এবং কথোপকথনের সুযোগ তৈরি করা দরকার।
একসঙ্গে দুটি ভাষা শেখার আরেকটি কার্যকর কৌশল হল স্পেসড রিপিটিশন সিস্টেম (SRS) ব্যবহার করা। এই পদ্ধতিতে নির্দিষ্ট বিরতিতে শেখা ভাষার পুনরাবৃত্তি করলে মস্তিষ্ক সেটি আরও ভালভাবে ধরে রাখতে পারে। ভাষা শেখার জনপ্রিয় অ্যাপ যেমন Duolingo, Anki, Memrise এই অ্যালগরিদম ব্যবহার করে শেখার গতি বাড়ায়। গবেষণায় দেখা গেছে, ২৪ ঘণ্টার মধ্যে পুনরাবৃত্তি করলে ভাষার ধারণক্ষমতা ৮০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এছাড়া, মাল্টিসেন্সরি লার্নিং পদ্ধতি ভাষা শেখার দক্ষতা আরও বাড়ায়। শুধুমাত্র পড়ার চেয়ে শোনা, লেখা, বলা এবং দেখার মাধ্যমে শেখা বেশি কার্যকর। এই পদ্ধতি ব্যবহার করলে শেখার হার প্রায় ৬০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
উদাহরণস্বরূপ, বাংলাভাষী কেউ যদি একসঙ্গে জার্মান ও স্প্যানিশ শিখতে চায়, তাহলে প্রথমে তুলনামূলক সহজ ভাষা স্প্যানিশ শেখা শুরু করা ভাল। একবার স্প্যানিশের বেসিক তৈরি হলে, জার্মান শেখা শুরু করা যেতে পারে। পাশাপাশি স্প্যানিশ সিনেমা দেখা, আর জার্মান বই পড়া একসঙ্গে চালানো যেতে পারে। প্রথম ভাষায় কথা বলা শিখে নিলে, দ্বিতীয় ভাষায় শেখাটা সহজ হয়।
এভাবেই কার্যকর পদ্ধতি অনুসরণ করলে একসঙ্গে দুটি ভাষা শেখা সম্ভব হয়!
লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা করুন
একসঙ্গে দুটি ভাষা শেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সময় আর সুযোগ খুঁজে পাওয়া। কতটা পরিশ্রম আর রিসোর্স লাগবে, তা নির্ভর করে শেখার উদ্দেশ্যের ওপর।
যেমন পোলিশ ভাষায় প্রফেসর-লেভেলের দক্ষতা অর্জন করতে অনেক সময় লাগবে। কিন্তু যদি কেউ শুধু ভ্রমণের সময় কথা বলতে চায়, তাহলে এতটা সময় লাগবে না।
সময় আর এনার্জি ঠিকভাবে কাজে লাগাতে আগে ভাষার কঠিনতা বুঝতে হবে। এতে পড়াশোনার পরিকল্পনাও স্পষ্ট হবে। কিছু ভাষা ইংরেজিভাষীদের জন্য বেশি কঠিন। যেমন, আরবি আর ম্যান্ডারিন শেখার জন্য ২,২০০ ঘণ্টা লাগতে পারে। বাংলাভাষীদের ক্ষেত্রেও জার্মান বা ফরাসি তুলনামূলক কঠিন হতে পারে, কারণ এই ভাষাগুলির ব্যাকরণ ও উচ্চারণ বাংলার থেকে অনেক আলাদা।
দুটি ভাষা কি একই ভাষাগোষ্ঠীর হবে, নাকি ভিন্ন ভাষাগোষ্ঠীর
একই ভাষাগোষ্ঠীর (যেমন স্প্যানিশ ও ইতালিয়ান) দুটি ভাষা একসঙ্গে শিখলে ঘুলিয়ে যাওয়ার আশঙ্কা বেশি, কারণ তাদের শব্দভাণ্ডার, ব্যাকরণ ও উচ্চারণের মিল থাকে। ফলে মস্তিষ্ক শব্দ ও নিয়ম গুলিয়ে ফেলতে পারে।
তবে এটি ব্যক্তি ও শেখার কৌশলের ওপরও নির্ভর করে। কেউ কেউ সচেতনভাবে মিল ও পার্থক্য বুঝে নিতে পারলে একই ভাষাগোষ্ঠীর ভাষাও একসঙ্গে শিখতে পারেন। কিন্তু সাধারণভাবে, ভিন্ন ভাষাগোষ্ঠীর ভাষা (যেমন স্প্যানিশ ও ফিনিশ) একসঙ্গে শিখলে এই সমস্যা কম হয়, কারণ তাদের গঠন আলাদা হওয়ায় মস্তিষ্ক সহজেই পার্থক্য করতে পারে।
ইংরেজির সঙ্গে জনপ্রিয় একটি ভাষা শেখার ক্ষেত্রে
বাংলাভাষীদের মধ্যে অনেকেই ইংরেজির পাশাপাশি আরেকটি জনপ্রিয় ভাষা শিখতে চান। শিক্ষার প্রয়োজনে, চাকরির বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পেতে, কিংবা ভ্রমণ বা সংস্কৃতির প্রতি আগ্রহ থেকে। তবে একই সঙ্গে দুটি ভাষা শেখার ক্ষেত্রে ভাষাগুলির পারস্পরিক সম্পর্ক ও গঠনগত পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সঠিক ভাষা নির্বাচন করলে শেখার প্রক্রিয়া সহজ হয়, আর ভুল সমন্বয় করলে একটির সঙ্গে আরেকটি গুলিয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
ইংরেজির সঙ্গে জার্মান শেখা তুলনামূলক সহজ হতে পারে, কারণ দুটিই জার্মানিক ভাষা হলেও ব্যাকরণ ও উচ্চারণে পার্থক্য রয়েছে, ফলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কম। একইভাবে, ইংরেজির সঙ্গে ফরাসি শেখাও কার্যকর হতে পারে, কারণ ফরাসি রোমান্স ভাষার অন্তর্ভুক্ত হলেও ইংরেজিতে প্রচুর ফরাসি শব্দ ব্যবহৃত হয়, যা শেখার ক্ষেত্রে সুবিধা দেয়।
যদি ইংরেজির সঙ্গে রোমান্স ভাষার একটি শিখতে চান, তাহলে একসঙ্গে শুধুমাত্র ফরাসি বা ইতালিয়ান বা স্প্যানিশের একটি নেওয়াই ভাল। তাই সবচেয়ে কার্যকর সমন্বয় হতে পারে ইংরেজি + জার্মান বা ইংরেজি + ফরাসি। ভবিষ্যতে ইতালিয়ান বা স্প্যানিশ শিখতে চাইলে প্রথমে ফরাসি শেখা যেতে পারে, কারণ এটি ইংরেজির সঙ্গে অনেক বেশি সংযুক্ত।
এছাড়া, ইংরেজির সঙ্গে যদি একেবারেই ভিন্ন ভাষাগোষ্ঠীর একটি ভাষা শিখতে চান, তাহলে আরবি, জাপানিজ বা চাইনিজ ভাল বিকল্প হতে পারে। এই ভাষাগুলির ব্যাকরণ, উচ্চারণ ও লেখার ধরন ইংরেজির তুলনায় অনেকটাই আলাদা, ফলে ঘুলিয়ে যাওয়ার আশঙ্কা নেই।
আরবি শেখার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে চাকরির সুযোগ তৈরি হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। জাপানিজ প্রযুক্তি, ব্যবসা ও সংস্কৃতির দিক থেকে কার্যকর হতে পারে। চাইনিজ (ম্যান্ডারিন) বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা, বিশেষ করে বাণিজ্য ও কূটনীতির ক্ষেত্রে। যদিও এই তিনটি ভাষাই ইংরেজির তুলনায় শেখার ক্ষেত্রে কিছুটা কঠিন, তবে একবার দক্ষতা অর্জন করলে এগুলির ব্যবহারিক উপযোগিতা অনেক বেশি।
ভাষা শেখার ক্ষেত্রে প্রতিদিন কিছু সময় চর্চা করুন। নতুন শব্দ মুখস্থ করা, ব্যাকরণ অনুশীলন করা এবং ভাষাটি বলার চেষ্টা করুন। শেখার পথে বাধা আসলেও মনোবল ধরে রাখলে সফলতা আসবে। শুধু ভাষা শিখলেই হবে না, সেটিকে ব্যবহারও করতে হবে। কথা বলার সুযোগ তৈরি করতে হবে। গান শুনতে হবে। সিনেমা দেখতে হবে। সেই ভাষায় বই পড়তে হবে। প্রতিদিন একটু একটু করে অনুশীলন করলে একসঙ্গে দুটি ভাষা শেখা সহজ হয়ে যাবে।
মুহাম্মদ খালিদ ছাইফুল্যাহ (সাইফ)
বিএ(অনার্স), ইংরেজি, এমএ(ইংরেজি)
ইংলিশ টিচার।
পরশুরাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়
পরশুরাম, ফেনী।