কারিগরি শিক্ষার গবেষণায় ১০ শিক্ষক-কর্মকর্তার প্রস্তাব প্রাথমিকভাবে নির্বাচিত

কারিগরি শিক্ষা অধিদপ্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত গবেষণা কার্যক্রমে অংশ নিতে ১০ জন শিক্ষক ও কর্মকর্তার গবেষণা প্রস্তাব প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। সম্প্রতি অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রকৌশলী মো. আক্তারউজ্জামানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নির্বাচিত শিক্ষক ও কর্মকর্তারা দেশের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাঁদের প্রস্তাবিত গবেষণায় স্থান পেয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তি, স্বাস্থ্য, উদ্ভাবনী প্রকৌশল, জেন্ডার অন্তর্ভুক্তি ও টিভেট ব্র্যান্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

মনোনীত ১০ গবেষক হলেন, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মো. মাহবুব হায়দারের গবেষণার বিষয় ‘Green Practices in Refrigeration: Innovation and Performance of Two-in-One System’। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর মো. মেরাজুল ইসলাম গবেষণা করবেন ‘The Adverse Effects of Playing Mobile Games on Human Health by Using EEG’ শিরোনামে। একই প্রতিষ্ঠানের আরেকজন চিফ ইন্সট্রাক্টর, ড. মো. এমদাদুল হকের গবেষণার বিষয় ‘A Study to Design a New Model of Electric Rickshaw with Better Performance and Enhanced Safety Concern’।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর ড. মো. আরিফুল আলম গবেষণা করবেন ‘Sustainability Assessment and Consumer Perception of Optimized Edible Film for Industrial Use’। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক মো. আবু নাসের মজুমদারের গবেষণার বিষয় ‘An Improved YOLOv8 Deep Learning Algorithm for Robust Vehicle Detection in Adverse Weather Conditions’।

সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর গৌতম কুমার বিশ্বাস গবেষণা করবেন ‘Extraction of Silica Gel from Rice Husk: A Novel Approach to Convert Waste into Resource’। একইভাবে ইলেকট্রনিকস বিভাগের ইনস্ট্রাক্টর এস. এম. তাহমিদ সাদিকের গবেষণার বিষয় ‘Branding and Awareness of TVET in Bangladesh: Challenges and Opportunities for Sustainable Growth’।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগী অধ্যাপক ড. আতিউর রহমান বাইজিদের গবেষণা ‘The Role of Technical Education in the Development of Green Technology and Green Jobs in Bangladesh: Status and Expectations’ এবং একই কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুল হাসানের গবেষণা ‘The Impact of Gender Inclusion and Equity on Women's Empowerment: A Policy and Institutional Analysis of TVET Sectors in Bangladesh’ শিরোনামে।

এছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর মো. নাজমুল হান্নান নির্বাচিত হয়েছেন ‘Assessing the Impact of In-Service Training on the Professional Growth and Skill Development of TVET Teachers in Bangladesh’ বিষয়ে গবেষণার জন্য।

অফিস আদেশে আরো উলেখ্য করা হয়, নির্বাচিতদের সংশোধিত পূর্ণাঙ্গ প্রস্তাবনা ১৫ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। এরপর ধাপে ধাপে অগ্রগতি প্রতিবেদন, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হবে। গবেষণা কার্যক্রম পরিচালিত হবে ২০২১ সালের গবেষণা নীতিমালা অনুসরণে এবং ব্যয় নির্বাহ করা হবে কোড ৩২৫৭১০৩ থেকে। গবেষণার ফলাফল APA স্টাইল অনুসরণ করে উপস্থাপন করতে হবে এবং তথ্য বিশ্লেষণে SPSS সফটওয়্যার ব্যবহার করা হবে।

 


সর্বশেষ সংবাদ