ব্যাক কভারের কারণে স্মার্টফোনে হয় যেসব ক্ষতি

স্মার্টফোনের ব্যাক কাভার
স্মার্টফোনের ব্যাক কাভার  © সংগৃহীত

স্মার্টফোন ব্যবহারকারীরা অধিকাংশ সময়েই নতুন ফোন কেনার সঙ্গে সঙ্গে একটি আকর্ষণীয় কভার কিনে নেন। ফোনকে ধুলাবালি ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতেই এই ব্যাক কভারের ব্যবহার। তবে এটিই হয়ে উঠতে পারে ফোনের জন্য বিপজ্জনক।

বিশেষজ্ঞরা বলছেন, কভারের ভুল ব্যবহার কিংবা অতিরিক্ত নির্ভরতার কারণে স্মার্টফোনের বিভিন্ন পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আসুন জেনে নেওয়া যাক স্মার্টফোন কভারের কিছু সম্ভাব্য ক্ষতির দিক:

ফোন গরম হওয়ার সমস্যা
দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ফোন গরম হওয়া খুব স্বাভাবিক। কিন্তু ব্যাক কভার, বিশেষ করে প্লাস্টিক বা ধাতব কভার, এই তাপমাত্রা আরও বাড়িয়ে তোলে। এতে ব্যাটারির ক্ষতি হতে পারে এবং ফোনের আয়ু কমে যেতে পারে।

আরও পড়ুন: একবার ফোন চার্জে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

ময়লা জমে থাকা
অনেকেই কভার খুলে ফোন পরিষ্কার করেন না। বছরের পর বছর একই কভার ব্যবহারে ফোনের পেছনে ধুলা-ময়লা জমে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে। ফলে ফোনের গঠনগত সৌন্দর্য ও কার্যকারিতা নষ্ট হতে পারে।

ফোনের ডিজাইন ঢাকা পড়ে যায়
প্রতিটি স্মার্টফোনের নিজস্ব ডিজাইন ও ফিনিশ থাকে, যা তাকে আলাদা করে তোলে। মোটা ব্যাক কভার ব্যবহারে সেই সৌন্দর্য ঢাকা পড়ে যায়, বিশেষ করে প্রিমিয়াম ফোনের ক্ষেত্রে।

ওজন বেড়ে যায়
কিছু কভার বেশ ভারি হয়। এতে ফোনের ওজন বাড়ে, ফলে হাতে ধরা ও ব্যবহারে অস্বস্তি হতে পারে।

ক্যামেরা কোয়ালিটিতে প্রভাব
খেয়াল না করেই অনেকে এমন কভার ব্যবহার করেন যাতে ক্যামেরা আংশিক বা পুরোপুরি ঢাকা পড়ে যায়। এতে ফটো ও ভিডিওর গুণমান কমে যায়।

নেটওয়ার্কের সমস্যা
ধাতব ব্যাক কভার ফোনের সিগন্যাল গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যেখানে আগে থেকেই নেটওয়ার্ক দুর্বল, সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়।

আরও পড়ুন: 'ট্যাপ অ্যান্ড পে' যুগে বাংলাদেশ: জানুন গুগল পে’র সুবিধা ও অসুবিধা

আছে কিছু ভালো দিকও
ফোন কভার ব্যবহার করলে ডিভাইসটি ধুলাবালি ও হঠাৎ পড়ে যাওয়ার সময় আঘাত থেকে রক্ষা পায়। তাই সম্পূর্ণভাবে কভার বাদ দেওয়া উচিত নয়। বরং হালকা, পাতলা এবং সঠিক ফিটিংয়ের কভার ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

ফোনের কভার ব্যবহার করবেন অবশ্যই, তবে সচেতনভাবে। নিয়মিত পরিষ্কার করুন এবং প্রয়োজন অনুযায়ী খুলে রাখুন। অতিরিক্ত ভারী বা ধাতব কভার ব্যবহার থেকে বিরত থাকুন। এতে ফোন যেমন সুরক্ষিত থাকবে, তেমনি দীর্ঘদিন ধরে ভালো পারফরম্যান্সও পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ