ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন

১৫টি পদের ১৪টিতেই আওয়ামীপন্থী শিক্ষকদের জয়

সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদ জয়ীরা
সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদ জয়ীরা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী নীল দল। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদের ১৪টিতেই জয় পায় তারা। একটি সদস্য পদে জয় পেয়েছে বিএনপিপন্থীদের সাদা দল।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। এরপর ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। 

আরও পড়ুন- ভেতরে শিক্ষকদের নির্বাচন, বাইরে ডাকসুর দাবিতে মানববন্ধন

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। তিনি পেয়েছেন ৯৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাদা দলের ড. ইয়ারুল কবীর। তিনি পেয়েছেন ৩৯২ ভোট। সহ সভাপতি হিসেবে ৮২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. সাবিতা রিজওয়ানা রহমান। 

৮৫০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকরাম হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো. নিজামুল হক ভুইয়া। তিনি পেয়েছেন ৯৭০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মো. আবদুর রহিম।

আরও পড়ুন- খুবিতে র‍্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. এজিএম শফিউল আলম ভুইয়া, ড. ইসতিয়াক মঈন সৈয়দ, ড. লাফিফা জামাল, ড. চন্দ্রনাথ পোদ্দার, মো. লুৎফর রহমান (সাদা দল), ড. মো. নাসির উদ্দিন মুন্সী, ড. মো. আব্দুল মঈন, ড. সাদেকা হালিম, ড. জিনাত হুদা, ড. ফিরোজ আহমেদ।


সর্বশেষ সংবাদ