ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন

আওয়ামীপন্থী প্যানেলের শীর্ষ পদে নেই রদবদল

২১ ডিসেম্বর ২০২১, ১১:০২ PM
নীল দলের সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের প্রার্থী

নীল দলের সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের প্রার্থী © ফাইল ফটো

আগামী ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ হবে। এবার নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপিপন্থী সাদা দল ও আওয়ামী লীগপন্থী নীল দল। তবে বামপন্থি শিক্ষকদের প্যানেল গোলাপি দল অংশ নিচ্ছে না।

নীল দলের প্যানেল থেকে এবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইন বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক পদে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। তাছাড়া বাকি শীর্ষ পদগুলোও এবার রদবদল হয়নি।

গতবার বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের বর্জনের কারণে শিক্ষক সমিতির কার্যকর পরিষদ নির্বাচনে বিনা ভোটে সব পদে জিতেছিল সংগঠন নীল দল। এতে সভাপতি পদে অধ্যাপক ড. মো রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া জয়ী হয়েছিলেন।

তাছাড়া বাকি শীর্ষ পদের মধ্যে কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, সহ-সভাপতি পদে অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম জয়ী হয়েছিলেন। এবারও একই পদে তারা নীল দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ১০টি সদস্যপদে কিছুটা রদবদল হয়েছে।

এবার সদস্য পদে মনোয়ন পাওয়ারা হলেন- বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আবদুল মঈন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জেএম শফিউল আলম ভূইয়া, ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমীন, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন মুন্সি, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আলম, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার এবং পদার্থ বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ।

এদের মধ্যে গতবারের নির্বাচনে মনোনয়ন পেয়ে বিনা ভোটে জিতেছিলেন ৫ জন। তারা হলেন- অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ইসতিয়াক মঈন সৈয়দ ও অধ্যাপক ড. মুহাম্মাদ আবদুল মঈন।

অন্যদিকে, পুরো প্যানেলের ১৫টি পদের মধ্যে এবার ৫টি পদে নতুন মুখ রয়েছে। তারা হলেন- সদস্য পদে মনোয়ন পাওয়া অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমীন, অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন মুন্সি, অধ্যাপক ড. ফিরোজ আলম ও অধ্যাপক ড. লাফিফা জামাল।

নির্বাচনের প্রত্যাশার বিষয়ে নীল দলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের যে আদর্শ রয়েছে, সেটি আপহোল্ড করব এবং শিক্ষকদের গবেষণা ভাতাসহ যেসব সমস্যা রয়েছে, সেগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরব।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9