কোটা আন্দোলন নিয়ে যা বললেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি

০৫ জুলাই ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
নিজামুল হক ভূইয়া

নিজামুল হক ভূইয়া © সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শিক্ষকদের আন্দোলনের মাঝেই শিক্ষার্থীদের এ আন্দোলন নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মুক্তিযোদ্ধার সন্তানরাও আমাদের শিক্ষার্থী, কোটা নিয়ে যারা আন্দোলন করছে তারাও আমাদের শিক্ষার্থী। সবার প্রতিই আমাদের সহানুভূতি আছে। সবাই আমাদের সন্তান তাই আদালত যখন রায় দেবে তখন তাদের আন্দোলন নিয়ে আমি কথা বলবো। 

তিনি আরও বলেন, আমি কোটা বিষয়ে কিছু বলতে চাচ্ছি না কারণ এটা নিয়ে আদালত এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। তাই আদালতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার জায়গা থেকে কিছু না বলাই ভালো। 

এদিকে কোটা সংস্কারের আন্দোলনের অংশ হিসেবে রবিবার থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষকদের ঘোষণার পর শিক্ষার্থীদেরও এমন ঘোষণায় আপাতত বিশ্ববিদ্যালয়গুলো সচল হওয়ার সম্ভাবনা নেই।

গাজীপুর-২ আসনে সালাউদ্দিন সরকারের মনোনয়ন বাতিল
  • ০৩ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটে উপস্থিত ৯২ শতাংশ শিক্ষার্থী
  • ০৩ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে চার আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • ০৩ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চলতি সপ্তাহেই
  • ০৩ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপজয়ী পেসার শাহীনের দুঃসময়ে পাশে তারেক রহমান
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!