মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন ডা. কামরুল হাসান

১৫ মার্চ ২০২২, ০৪:৪৬ PM
ডা. কামরুল হাসান

ডা. কামরুল হাসান © ফাইল ফটো

২০২২ সালে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিতে যাচ্ছে সরকার। দশ গুণীজনের মধ্যে চিকিৎসাবিদ্যায় অবদান রাখার জন্য এই পুরস্কার পাচ্ছেন বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপন করা চিকিৎসক ডা. কামরুল হাসান। তিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন।

জানা গেছে, ১৯৮২ সালে সরকারি-বেসরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন অধ্যাপক ডা. কামরুল হাসান। এরপর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। সেখানকার ৪০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। ১৯৯০ সালে স্বর্ণপদকসহ এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ডা. কামরুল। ১৯৯৫ সালে এফসিপিএস এবং ২০০০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ইউরোলজীতে এমএস ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে ইংল্যান্ডের রয়েল কলেজ থেকে তিনি এফআরসিএস ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক ডা. কামরুল ১৯৯৩ সালে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। প্রথমবারের মতো সফলভাবে কিডনি প্রতিস্থাপনের কাজ করেন ২০০৭ সালে। ২০১৪ সালে সরকারি চাকরি ছেড়ে প্রতিষ্ঠা করেন সেন্টার ফর কিডনি ডিজিজেস (সিকেডি) অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। রাজধানীর শ্যামলীতে হাসপাতালটির অবস্থান।

আরও পড়ুন: পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করবেন যেভাবে

এই হাসপাতালেই তিনি বিনা পারিশ্রমিকে এক হাজার কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করেছেন ডা. কামরুল। হাসপাতালটি তিনি মূলত গরীব রোগীদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠা করেছেন। নির্ধারিত ন্যূনতম খরচ ছাড়া তিনি কোনো ফি নেন না। করোনা মহামারির সময় গণস্বাস্থ্য ছাড়া অন্য কোনো হাসপাতাল কিডনি ডায়ালাইসিসের চিকিৎসা দিচ্ছিলো না তখনও সিকেডি কিডনি রোগীদের সবধরনের চিকিৎসা দিয়ে গেছে। মুক্তিযোদ্ধার সন্তান ডা. কামরুল তিন কন্যা সন্তানের জনক।

প্রসঙ্গত, স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ১৯৭৭ সাল থেকে সরকার এই পদক দিচ্ছে। প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ এ পদক দেওয়া হয়। স্বাধীনতা পদক হিসেবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননা স্মারক দেওয়া হয়।

২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে বেড়েছে ছুটি, দেখুন তালিকা
  • ১১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের কারাগারে মাদুরো কেমন আছেন, জানালেন ছেলে
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রক্সি নয়, বিইউপিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গিয়েছিলাম—দা…
  • ১১ জানুয়ারি ২০২৬
এলপিজি মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চায় জামায়াত
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রকাশ্যে কবুতরকে খাবার দেওয়ায় জরিমানা, পরানো হলো হাতকড়া
  • ১১ জানুয়ারি ২০২৬
স্থায়ী বহিষ্কার হলেন ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9