লেকে গোসল করতে নেমে হাঙ্গেরিতে বাংলাদেশি ছাত্রের মৃত্যু

১৫ আগস্ট ২০২০, ০৪:৪২ PM

© সংগৃহীত

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পানিতে ডুবে আমান উল্লাহ আমান নামের এক প্রবাসী বাংলাদেশি ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বন্ধু-বান্ধবের সঙ্গে ওই ছাত্র বুদাপেস্টের উপকণ্ঠে অবস্থিত একটি লেকে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে বলে দেশটিতে বসবাসরত আরেক প্রবাসী বাংলাদেশি ছাত্র জানিয়েছেন।

জানা যায়, গোসলের এক পর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে না পেয়ে বন্ধুরা স্থানীয় পুলিশের সঙ্গে  যোগাযোগ করে। রাত দশটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আগামী মঙ্গলবার তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

নিহত আমান উল্লাহ আমান গত বছরের সেপ্টেম্বরে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম নামক শিক্ষাবৃত্তির অধীনে ইউনিভার্সিটি অব সেগেডে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করার জন্য হাঙ্গেরিতে পাড়ি জমিয়েছিলেন। তিনি সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।  

তার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য ইতোমধ্যে তার পরিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬