ইউকে এডুকেশন এক্সপো শুরু শনিবার
- টিডিসি রিপোর্ট:
- প্রকাশ: ২০ এপ্রিল ২০১৮, ০২:০০ PM , আপডেট: ২০ এপ্রিল ২০১৮, ০২:০০ PM
দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চশিক্ষাবিষয়ক প্রদর্শনী ‘ইউকে এডুকেশন এক্সপো’। আগামী ২১ এপ্রিল ঢাকায় এবং ২৩ এপ্রিল সিলেটে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয় এতে অংশ নিবে। পিয়ারসন এডএক্সেলের সহায়তায় প্রদর্শনীটির আয়োজন করছে এএইচজেড অ্যাসোসিয়েটস।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আর ২৩ এপ্রিল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেটের শাহজালাল উপশহরে রোজ ভিউ হোটেলের ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত হবে প্রদর্শনীর দ্বিতীয় পর্ব।
আয়োজন বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান এএইচজেড অ্যাসোসিয়েটস এর পরিচালক গোলাম মর্তুজা বলেন, যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশী শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এক্সপোতে উপস্থিত দর্শনার্থীদের বিনামূল্যে পরামর্শ দিবেন। এ এক্সপোতে সরাসরি মূল্যায়নের মাধ্যমে তাৎক্ষণিক ভর্তির পাশাপাশি, নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে জন্য শিক্ষাবৃত্তিরও সুযোগ। মেলায় আগতদের সুযোগ হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রির ব্যাপারে বিভিন্ন কোর্স এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে সরাসরি প্রতিনিধিদের কাছ তথ্য পাওয়া। শিক্ষার্থীদের সুযোগ হবে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর এসোসিয়েট পার্টনার উইংস লার্নিং সেন্টার এর উপস্থিতিতে সরাসরি আইইএলটিএস সম্পর্কিত তথ্য সংগ্রহ করা।