জাম পাড়া নিয়ে রাবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

৩১ মে ২০২২, ১১:০৬ PM

© টিডিসি ফটো

গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ কর্মীরা হলেন আমিনুল ইসলাম শাওন, সৈকত রায়হান ও তানভীর হোসেন। শাওন ও সৈকত শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী। আর তানভীর শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল মামুন স্বদেশের অনুসারী।

জানা যায়, বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সাইফুল পাটোয়ারী ও মানিকসহ কয়েকজন জাম পাড়তে গাছে ওঠে। এ সময় জিয়া হল ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শাওন তাদেরকে জাম পাড়তে নিষেধ করে। এতে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে শাওন তার বন্ধু আইবিএ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রায়হান, নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের সহ-সভাপতি আলিফ জিন্নাহ, নাঈম হোসেন জিহাদসহ কয়েকজনকে ডেকে নেন। অপরদিকে সেখানে বিশ্ববিদ্যালয় শাখার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল মামুন স্বদেশ, তানভীর হোসেনসহ কয়েকজন উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন ছাত্রলীগ কর্মী আহত হয়।

বিশ্ববিদ্যালয় শাখার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল মামুন স্বদেশ বলেন, আমার বিভাগের দুই ছোট ভাই জাম পাড়তে গেলে লতিফ হলের কিছু পদধারী ছাত্রলীগের নেতাকর্মীর সঙ্গে ঝামেলা হয়। এ সময় লতিফ হল ছাত্রলীগের সহ-সভাপতি আলিফ জিন্নাহসহ ওই হলের জিহাদ, শাওন, সৈকত রামদা, ছুরি নিয়ে এসে ধাওয়া করে। তাদের ছুরিকাঘাতে তানভীর জখম হয়।

আইবিএ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রায়হান বলেন, আমার বন্ধু শাওনের সাথে কয়েকজনের ঝামেলা হলে সে আমাকে ফোন করে। আমরা কয়েকজন সেখানে গিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করলে তারা আমাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে স্বদেশ আমার মাথায় ইট দিয়ে আঘাত করলে আমি আহত হই এবং তাদের মারধরে শাওনও আহত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, জাম পাড়তে গিয়ে একটু হাতাহাতি হয়েছে। এটা নিয়ে আমরা মীমাংসা করার চেষ্টা করছি।

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিকেলে জাম পাড়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। সেটা মিটমাট হয়ে গেছে।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9