পদ্মা সেতুতে ছাত্রলীগকে আগাম দাওয়াত দিলাম: কাদের

২১ মে ২০২২, ০৮:৩৩ PM

© সংগৃহীত

পদ্মা সেতুতে ছাত্রলীগকে আগাম দাওয়াত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, আগামী জুন মাসেই চন্দ্রালোকিত পূর্ণিমার রাতে বাংলার মানুষ পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখতে পাবে। আগামীকাল রবিবার আমরা প্রধানমন্ত্রীকে সামারি (সারসংক্ষেপ) পাঠাব। তিনি যে সময় নির্ধারণ করে দেবেন, সে সময়েই পদ্মা সেতুর শুভ উদ্বোধন হবে। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমি নেতাকর্মীদের আমন্ত্রণ জানাচ্ছি। ছাত্রলীগকেও আমি আগাম দাওয়াত দিলাম

তিনি আরও বলেন, আর বেশি দূরে নয়। সেতু উদ্বোধন করবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বাংলাদেশে পঁচাত্তর-পরবর্তী গত ৪৭ বছরে সবচেয়ে সৎ নেতা, দক্ষ প্রশাসক, সফল কূটনীতিক এবং সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। শেখ হাসিনা আমাদের পূর্ব পৃথিবীর সূর্য। ১৩ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ মিলিয়ে দেখুন। কোথায় ছিল আর আজকে কোথায়! শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই সারা বাংলার চেহারা বদলে গেছে।

দেশের মানুষ ভালো থাকলে বিএনপি ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভালো লাগে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশে তিনি বলেন, তাদের খুব অন্তর্জ্বালা হয় যে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল হয়েই গেল! নির্বাচন এলে তারা কী দেখিয়ে ভোট চাইবেন? তাঁদের নেতাটা কে? পলাতক দণ্ডিত তারেক রহমান? প্রধানমন্ত্রী কে হবেন? দণ্ডিত ব্যক্তি? ১৩ বছর আন্দোলন করলেন, ঈদ এলে বলেন ঈদের পর, পরীক্ষা এলে বলেন পরীক্ষার পর। কত ঈদ আর পরীক্ষা এল আর গেল। দেখতে দেখতে প্রায় ১৪ বছর হলো। আন্দোলন হবে কবে? সেখানে তারা ব্যর্থ হয়েছেন, নির্বাচনেও ব্যর্থ হয়েছেন। এখন বলছেন, আওয়ামী লীগ সন্ত্রাস করে পরবর্তী নির্বাচনে জিতবে। সন্ত্রাসীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত দল বিএনপি। এক নেতা অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) চাইতে গেছেন। সেখানে আদালত রায় দিয়েছেন, বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনের নেতাকে অ্যাসাইলাম দেওয়া যায় না। তাঁদের সন্ত্রাস আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সন্ত্রাস করে বন্দুকের নল উঁচিয়ে তাঁরা ক্ষমতায় এসেছিলেন। শেখ হাসিনার শক্তির উৎস এ দেশের মাটি ও জনগণ।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় আলোচক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9