ক্যান্টিনে খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

১১ এপ্রিল ২০২২, ০৯:৫৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোর ক্যান্টিনে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে খাবারের দাম কমানো ও মান বাড়ানো, ভর্তির আবেদন ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত সমাবেশ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সংগঠনগুলো।

সমাবেশ থেকে প্রশাসনিক উদ্যোগে প্রত্যেক হলে ডাইনিং সিস্টেম চালু এবং খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠনের দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাবি সংসদের সহসাধারণ সম্পাদক ফাহিম শিহাব রেওয়াজ বলেন, শিক্ষাসহ অন্যান্য মৌলিক অধিকার রাষ্ট্রের নিশ্চিত করার কথা ছিল। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও শিক্ষাব্যয় বহন করতে না পেরে কুয়েটে ছাত্র আত্মহত্যা করছে; ২০০ টাকার জন্য শিক্ষার্থী আত্মহত্যা করছে। এগুলো কাঠামোগত হত্যাকাণ্ড। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে ১ হাজার টাকা কিছু না হলেও গরিব মানুষের কাছে অনেক কিছু উল্লেখ করে তিনি বলেন, রিকশাচালক, কৃষকদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে শুধু ফর্মের দামই ১ হাজার টাকা হলে তাঁরা কোথায় যাবেন?

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক জেসান অর্ক মারান্ডি বলেন, করোনার পর যখন বিশ্ববিদ্যালয় খুলল, তখন একদফা দাম বাড়ানো হয়েছিল। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর রমজানের কথা বলে আবারও দাম বাড়ানো হলো। প্রতিটি হলে খাবারের দাম ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে। তিনি বলেন, দাম বাড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু খাবারের মান বাড়ছে না। প্রশাসন এই বিষয়ে একেবারেই নির্বিকার।

সমাবেশে সভাপতির বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাবি শাখার সভাপতি রাজিব কান্তি রায় বলেন, ক্যান্টিনে খাবারের দাম বৃদ্ধি ও ভর্তির আবেদন ফি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। শাসকশ্রেণি যে দৃষ্টিভঙ্গি দ্বারা পুরো শিক্ষাব্যবস্থাকে পরিচালিত করছে, তার অবিচ্ছেদ্য অংশ এসব শিক্ষা স্বার্থবিরোধী সিদ্ধান্ত। শিক্ষায় ক্রমাগত রাষ্ট্রীয় বরাদ্দের সংকোচন করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বাড়ানোর লক্ষ্যে এমন সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা বিশ্ববিদ্যালয় চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক। দফায় দফায় ক্যানটিনের খাবারের দাম বাড়িয়ে শিক্ষার্থীদের ভোগান্তি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীদের খাবারের জন্য যে সুসংগঠিত ও সুলভ আয়োজনের প্রয়োজন ছিল, বিশ্ববিদ্যালয় পরিচালনার নীতিতে তা সম্পূর্ণ অগ্রাহ্য করা হচ্ছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী, বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাবি শাখার সদস্য জাবির আহমেদ জুবেল, ছাত্র ফেডারেশন ঢাবি শাখার অর্থ সম্পাদক আরমানুল হক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত সাদসহ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9