ছাত্র সংগঠনের পদ দিয়ে চাকরি হবে না: শিক্ষা উপমন্ত্রী

২৬ মার্চ ২০২২, ০৯:০৭ PM
মহিবুল হাসান চৌধুরী নওফেল

মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শুধুমাত্র স্লোগান আর ছাত্র সংগঠনের পদের পেছনে পড়ে থাকলে হবে না। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। বহুমুখী দক্ষতা অর্জন করতে হবে। ছাত্র সংগঠনের পদ দিয়ে হয়তো সর্বোচ্চ দুয়েকটি চাকরি পাওয়া যেতে পারে, কিন্তু যোগ্যতা না থাকলে চাকরি হবে না।

আজ শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আয়োজিত আলোচনা বিশেষ অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারামারি, হানাহানি, সংঘর্ষে জড়াবে না। তারা সংস্কৃতির চর্চা করবে। শুধুমাত্র সনদের জন্য পড়াশোনা করলে হবে না। মাল্টি স্কিল্ড হতে হবে। আমরা ভাবি ছাত্র সংগঠনের পদ থাকলে সরকারি চাকরি পাবো। তাহলে বাকি শিক্ষার্থীদের কি হবে? তাই স্লোগানে নয়, বরং নিজেদের (শিক্ষার্থীদের) যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান নওফেল।

তিনি বলেন, কারো নাম ধরে বিশ্ববিদ্যালয়ে স্লোগান দেবেন না, এটা শোভনীয় নয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মতো আচরণ করতে হবে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

চবি উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। সভায় বক্তব্য দেন উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান প্রমুখ।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬