সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদ ছাত্র অধিকার পরিষদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৮:৫১ AM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ০৮:৫১ AM
পূর্বানুমতি ছাড়া ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
এর আগে গত ২ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- “পূর্বানুমতি ছাড়া ঢাকা মহানগরীতে যেকোনো ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পূর্বানুমতি ছাড়া কেউ এমন কার্যকলাপে জড়িত হলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
এর প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ রাশেদ খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ- বিজয়ের মাসে ডিএমপি কর্তৃপক্ষের এ ধরণের অগণতান্ত্রিক, জন-বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে সভা, সমাবেশ করার সাংবিধানিক অধিকার হরণ করে সংবিধান পরিপন্থী কাজ থেকে ডিএমপি কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানায়।”
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আধুনিক রাষ্ট্রের অন্যতম শর্ত হলো- “জনগণকে মত-প্রকাশের স্বাধীনতা প্রদান। কিন্তু বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহারকে জনগনের গণতান্ত্রিক কর্মসূচি সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের স্বৈরতান্ত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ করেছে।”
রাশেদ খাঁন আরো বলেন, দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি, “করোনা মহামারিতে সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতি, লুটপাটসহ সাম্প্রতিক সময়ের নানা অপকর্মের কারণে সরকারের প্রতি যে জনরোষ তৈরি হয়েছে সেটা রুখতেই সরকার ও প্রশাসন এমন মানবতাবিরোধী ও মৌলিক অধিকার পরিপন্থী সিদ্ধান্ত নিয়েছে।
তাই বিজয়ের মাসে সংবিধানবিরোধী যে কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে সরকার ও প্রশাসনকেও গণবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।”