৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনের কর্মসূচি ছাত্রলীগের

৩০ ডিসেম্বর ২০১৯, ১২:০৯ PM

© টিডিসি ফটো

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়া হয়। কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, স্বেচ্ছায় রক্তদানসহ নানা আয়োজন রয়েছে।

লিখিত বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘ছাত্রলীগের ৭২ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনীসহ তিনদিনের কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষ্যে সকল স্তরের নেতাকর্মীদের ওরিন্টেশন কোর্সেরও আয়োজন করা হবে। রেজিস্ট্রেশন করে যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন।’

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ নিয়ে আল নাহিয়ান খান জয় বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সারাদেশে স্বাধীনতাবিরোধী শক্তি শক্রিয় হযে উঠেছে। অল্প কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, ক্যাম্পাসে সহাবস্থানের নামে কিছু স্বাধীনাতাবিরোধী শক্তি ও ছাত্রদলের দুটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। আমার মনে হয়, এ কাণ্ড তারাই ঘটিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই বিষযগুলো খতিয়ে দেখার জন্য অনুোধ জানাচ্ছি।’

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ৪ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় সকল সাংগঠনিক ইউনিজে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা।

এছাড়া ৬ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। ৭ জানুয়ারি সকাল ১০টায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতার সামনে দুস্থদের মাধ্য শীতবস্ত্র বিতরণ করা হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরাম …
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর তথ্য ফেসবুকে, লাইভে এসে …
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছেন’‒ কাকে উদ্দেশ্য ক…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সারোয়ার তুষারের আসনে ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না …
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ ধানের শী…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমীরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬