চাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৬ এপ্রিল ২০২৫, ০৪:২৩ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১০ PM
দ্রুত চাকসু নির্বাচন দেওয়ার জন্য স্মারকলিপি দিচ্ছেন ছাত্রশিবিরে নেতাকর্মীরা

দ্রুত চাকসু নির্বাচন দেওয়ার জন্য স্মারকলিপি দিচ্ছেন ছাত্রশিবিরে নেতাকর্মীরা © টিডিসি

দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আয়োজন ও তা কার্যকর করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চবি শাখা। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা দুইটায় ভিসি ও প্রক্টর অফিসে চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলীর নেতৃত্বে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ দেশের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। তবে গভীর উদ্বেগের বিষয় যে, দীর্ঘদিন ধরে এখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং প্রতিষ্ঠান হিসেবে চাকসু কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। এটি ছাত্রসমাজের অধিকার ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এক গুরুতর অন্তরায়। এ অবস্থায় শিক্ষার্থীদের স্বার্থ ও অধিকার চরমভাবে উপেক্ষিত হচ্ছে। চাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া ও সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করতে পারে। পাশাপাশি এটি নেতৃত্ব বিকাশের একমাত্র প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের চিন্তাচেতনা, মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ‘আমরা বিশ্বাস করি, চাকসু শুধু একটি নির্বাচিত ছাত্র সংসদই নয়; বরং এটি শিক্ষার্থীদের অধিকার আদায়ে একটি সেতুবন্ধন। কিন্তু দুঃখজনকভাবে, ১৯৯০ সালের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো চাকসু নির্বাচন হয়নি। এতে শিক্ষার্থীরা নেতৃত্ব বিকাশ, প্রশাসনের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং ন্যায্য দাবির প্রাতিষ্ঠানিক উপস্থাপন থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মনে করি, বর্তমান সময়ে চাকসু নির্বাচনের আয়োজন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় নয়। বরং একটি সুস্থ, গণতান্ত্রিক ও নৈতিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতেও অপরিহার্য।’

এ ছাড়া স্মারকলিপিতে বেশকিছু  দাবি জানানো হয়। দাবিগুলো হলো- দ্রুততম সময়ের মধ্যে চাকসু নির্বাচন আয়োজনের সুনিদিষ্ট রূপরেখা ও সময়সূচি ঘোষণা করতে হবে। চাকসুর জন্য গঠনতন্ত্র শিক্ষার্থীদের অংশগ্রহণে হালনাগাদ করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ছাত্র-সংসদ আবার কার্যকর করে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে।

এ বিষয়ে চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, ‘আমরা মনে করি, চাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। দীর্ঘ প্রায় ৩৫ বছর চাকসু অনুষ্ঠিত না হওয়ায় প্রশাসন শিক্ষার্থীদের বিভিন্ন মতামত পাশ কাটিয়ে গিয়েছে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে চাকসু নির্বাচনের জন্য প্রশাসন একটি রোডম্যাপ দেওয়ার পাশাপাশি তা কার্যকরের জন্য কাজ করবে।’

আসনপ্রতি লড়াইয়ে ঢাবি, রাবি ও চবির দ্বিগুণ ভর্তিচ্ছু কুমিল্ল…
  • ১৩ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলিবিদ্ধ শিশু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
  • ১৩ জানুয়ারি ২০২৬
এ বছর রোজার সম্ভাব্য তারিখ জানা গেল
  • ১৩ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৩ জানুয়ারি ২০২৬
এই সরকারের আমলে কি পে স্কেল ঘোষণা হবে, জবাব দিলেন অর্থ উপদে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা …
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9