ডুয়েট ছাত্রদলের সভাপতিসহ তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০১:০০ AM , আপডেট: ০৪ মার্চ ২০২৫, ০১:১৩ AM

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের সভাপতিসহ তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখার সাবেক আহ্বায়ক সোহাগ সরদার, সাবেক সদস্য সচিব ফজলে রাব্বি খান এবং ছাত্রনেতা মো. আশরাফুল হককে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এর আগে ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে আন্দোলনে নামেন একদল শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (ডুয়েট) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি উঠে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওই বছরের ৪ সেপ্টেম্বর ডুয়েট সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।
জানা গেছে, তখন ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীদের একটি অংশ সদ্য ঘোষিত শাখা ছাত্রদলে পদ পেয়েছেন। এমনকি পদ পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদকও ছিলেন ওই আন্দোলনের সামনের সারিতে। এসময় মিছিল থেকে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশে দাঁড়িয়ে এক শিক্ষার্থীকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিপক্ষে নানান স্লোগান দিতে দেখা যায়।
গত শনিবার (১ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রদলের ২৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়। যদিও তাৎক্ষণিকভাবে ১৫ জন নেতা পদত্যাগ করার পরপরই কমিটি স্থগিত করা হয়।