শাকিল-আজিজুলের নেতৃত্বে জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
শাকিল আহমেদ ও যীনাত মিয়া আজিজুল

শাকিল আহমেদ ও যীনাত মিয়া আজিজুল © টিডিসি ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শাকিল আহমেদকে, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের যীনাত মিয়া আজিজুল।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ, যুগ্ম আহ্বায়ক: আমির হাসান, ইকরাম হোসেন, জাকিরুল ইসলাম জাকির, মিয়াদ ইসলাম নিয়ন, দেওয়ান মোর্শেদ উর রহমান, মাহিন আল সৌরভ, শাকিল হোসাইন, কামরুল হাসান জয়, ফারুক হোসেন, আমিনুর রহমান আমিন, মো. সিয়াম আহমেদ, তৌহিদুল ইসলাম, এ এস এম তৌফিকুর রহমান, ফয়সাল আহমেদ, আবিদা হক মিলা।

সদস্য হিসাবে স্থান পেয়েছেন সাখাওয়াত হোসেন জিকু, ইফতে খায়রুল ইফতি, মো. আমান উল্লাহ, মো. রিয়াদ হাসান, মাহবুবুর রহমান তামিম, মো. জোবাইদ হোসাইন, মো. শাহরিয়ার হোসাইন, রাকিব খান, জোবায়ের হোসেন, হুমায়ুন কবির, নাহিন আহমেদ, চিরঞ্জিত কুমার রায়, রবিউল হাসান রিমন, সাফিন আহমেদ, তৌসিফ আহমেদ তন্ময়, সাদ ইবনে ওয়িদ, মামুন আহমেদ, অর্পণ চাকলাদার, সিফাত হাসান সচ্ছ, সিমান্ত স্যানাল।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে হলে ও ডিপার্টমেন্ট কমিটি অনুমোদিত হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি বেশ জোরালো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ আগস্ট অফিস আদেশ জারি করে ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে৷

ট্যাগ: ছাত্রদল
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ
  • ০৭ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ফল প্রকাশ, কাটমার্ক ৫১.২৫
  • ০৭ জানুয়ারি ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপের খবর জানতে চায় অধিদপ্তর
  • ০৭ জানুয়ারি ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
  • ০৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
ফুড ডেলিভারি দিতে গিয়ে সৌদি আরবে প্রাণ হারালেন বাংলাদেশি য…
  • ০৭ জানুয়ারি ২০২৬