টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে পদত্যাগের হিড়িক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের পর কয়েকজন পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের পর কয়েকজন পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন  © টিডিসি সম্পাদিত

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠনের পর থেকেই পদত্যাগের হিড়িক পড়েছে। আলামিনকে আহ্বায়ক ও আবু আহমেদ শেরশাকে সদস্যসচিব করে ৩২৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এ কমিটি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করছেন। একাংশের দাবি, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলা নেতাদের পদায়ন করা হয়েছে, আর ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এ নিয়েই সংগঠনের অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

আরও পড়ুন: এমসি কলেজের ঘটনা দেখে আবরার ফাহাদের কথা মনে পড়ে: ঢাবি ছাত্রদল সভাপতি

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘উপজেলা পর্যায় থেকে অন্তর্ভুক্ত নেতাদের অধিকাংশই একসময় ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি টাঙ্গাইল শহরেও যারা আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের পদে রাখা হয়েছে। তাই আমরা প্রায় ১৫-২০ জন পেয়ে পদত্যাগ করেছি।  অন্যদিকে, যারা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সংগঠনের জন্য কাজ করেছেন, তাদের অনেকেই পদবঞ্চিত হয়েছে।’

আরেক পদত্যাগ সামু রাতুল বলেন, ‘কমিটিতে থাকা ব্যক্তিরা নিজেদের অবস্থান নিশ্চিত করতে এত দিন বিভিন্ন উপজেলার ছাত্রপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েছেন। ব্যক্তিগতভাবে এমন সংগঠনে থাকার কোনো ইচ্ছাই নেই, তবুও তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। তবে অদূর ভবিষ্যতে তাদের অবস্থাও ছাত্রলীগের মতোই হবে, কারণ যারা শুধু ক্ষমতার জন্য দ্বন্দ্বে লিপ্ত থাকে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আর এ ধরনের ছাত্রলীগ-প্রভাবিত কমিটির অংশ হয়ে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারব না।’

আরও পড়ুন: অভিযুক্ত একজন ছাত্রলীগের তথ্য সরবরাহকারী, মারধরে ছাত্রশিবির জড়িত নয়

নেতাকর্মীরা তাদের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে পোস্ট ও সংগঠনের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এতে সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

যেসব নেতাকর্মী নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন, তাদের মধ্যে রয়েছেন মো. আবির হোসেন, মোহাম্মদ আল-আমিন সিয়াম, মোজাহিদ সেলিম, শেখ মুসাফির, খন্দকার রিয়াজুল হাসান, মুহাম্মদ আলী ইফতি, রাকিবুল হাসানসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence