যত কঠোর সমালোচনাই করুক, কাউকে আঘাত করা যাবেনা: ঢাবি শিবির সম্পাদক

মহিউদ্দিন খান
মহিউদ্দিন খান  © টিডিসি সম্পাদিত

সিলেটের এমসি কলেজের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবস্থান স্পষ্ট করেছেন। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি ক্যাম্পাসে সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান।

তিনি লেখেন, যে যত কঠোর সমালোচনাই করুক, শারীরিকভাবে কাউকে আঘাত করা যাবেনা এই স্ট্যান্ডার্ড আমি নিজে লালন করি, এমনকি আমার ক্যাম্পাসে আমাদের কোন জনশক্তিও এমন ন্যাক্কারজনক কাজে জড়িত হয়, আমার অবস্থান একই থাকবে

তিনি আরও উল্লেখ করেন যে, এমসি কলেজের ঘটনার সময়ও তিনি একই অবস্থান নিয়েছিলেন। এমনকি তার নিজ সংগঠন ছাত্রশিবির যদি ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, তাহলে তিনি সেটির বিরুদ্ধেও কথা বলবেন।

প্রসঙ্গত, বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে কলেজ ছাত্রাবাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি মন্তব্যের (কমেন্ট) জেরে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।


সর্বশেষ সংবাদ