বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি বিলুপ্তির দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের আন্দোলনে বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়। এত ভোগান্তিতে পড়েন দুই পাশের অসংখ্য মানুষ। পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সড়ক ছেড়ে দেননি। এসময় শিক্ষার্থীরা দ্রুত কমিটি বিলুপ্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
এর আগে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকেই কমিটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, ‘গতকালও তারা এই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। আজও একই কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি।’