স্বাস্থ্য খাতে বৈষম্যের স্বীকার বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্টরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
‘ফ্যাসিস্ট রেজিমের’ শাসনামলে প্রস্তাবিত স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ এর বৈষম্যমূলক ধারার (৯ এর ৪ উপধারা) সংশোধনসহ যথাযথ সংস্কারের জন্য ৭ দফা দাবি ও প্রস্তাবনা জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট (বিএসিবি)।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সভাকক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এ দাবিসমূহ জানানো হয়। বিএসিবি’র আহবায়ক কমিটি এ সভার আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট (বিএসিবি) এর উপদেস্টামন্ডলীদের মধ্য হতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) -এর নির্বাহী কমিটির সাবেক সদস্য ড. সোহেল আহমেদ। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা অনলাইনে বক্তব্য রাখেন ও বায়োকেমিস্টদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে অনলাইনে সংযোগে দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো অংশগ্রহণ করেন বিএসিবি’র আহ্বায়ক মো: মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো: শফিকুর রহমান ও অধ্যাপক ফাতেমা খান মজলিশ, সদস্য মোঃ আব্দুর রাজ্জাক ও ড. আব্দুল মোত্তালিব। শিক্ষার্থীদের পক্ষ হতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী মমিনুল ইসলাম বিধান।
শিক্ষার্থীদেরকে তাদের নিজস্ব সেক্টরে স্বাধীনভাবে কাজ করার অধিকার দিলে ব্রেইন ড্রেইন এর মত বিষয় গুলো কমিয়ে আনা সম্ভব। স্বাস্থ্য খাতে যথাযথ উন্নতি সাধন করতে হলে মেডিকেল সাইন্সের সাথে যুক্ত বায়োকেমিস্ট, মলিকুলার বায়োলজিস্ট, মাইক্রোবায়োলজিষ্টদের তাদের নিজস্ব সেক্টরে কাজ করার অধিকার ও ন্যায্য সুবিধা গুলো নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী সানজিদা হোসেন মোহিনী সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ গুলোতে বায়োকেমিস্ট্রি বিষয়ে লেকচারার পুন:নিয়োগ করার দাবি জানান এবং পিএসসিতে বায়োকেমিস্টদের জন্য আলাদা টেকনিক্যাল ক্যাডারভুক্ত করার সুযোগ আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
আলোচনা সভায় বক্তারা খসড়া স্বাস্থ্যসেবা ও সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ এর স্বাস্থ্য সুরক্ষা নীতিতে বৈষম্য সৃষ্টিকারী ৯ নং ধারার ৪ নং উপধারা সংযোজিত হওয়ায় স্বাস্থ্যসেবা খাতে ল্যাবরেটরিতে রোগ নির্ণয়ের ক্ষেত্রে সম্ভাব্য ভুল এবং পরবর্তীতে তা থেকে রোগের চিকিৎসায় সৃষ্ট ঝুঁকি, ক্ষতি, ও সংকট নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
প্রস্তাবিত খসড়া স্বাস্থ্য সুরক্ষা নীতিতে ৯ নং ধারার ৪ নং উপধারায় বলা হয়েছে যে, যেকোনো ল্যাবরেটরির রিপোর্ট বিএমডিসির রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া অন্য কেউ স্বাক্ষর করতে পারবেন না। অর্থাৎ বায়োকেমিষ্টরা যে এতদিন ধরে ল্যাবরেটরি টেস্টের মান উন্নয়নে ভূমিকা রেখে রিপোর্ট সাক্ষর করে আসছেন তা আর করতে পারবেন না। এ বিষয়ে সভায় উপস্থিত সকলে তীব্র প্রতিবাদ করেন এবং বায়োকেমিস্টদের পক্ষ হতে ৭ দফা দাবি ও প্রস্তাবনা পেশ করেন।
বায়োকেমিস্টদের ৭ দফা-
১. স্বাস্থ্য নীতিমালায় বায়োকেমিস্টদের স্বীকৃতি: প্রস্তাবিত ২০২৪ স্বাস্থ্যনীতিতে বায্যেকেমিক্যাল, ইমিউনোলজিক্যাল এবং মলিকুলার টেস্টে বায়োকেমিস্টদের স্বাক্ষর প্রদানের বিষয় টি অন্তর্ভুক্ত করতে হবে।
২. বায়োকেমিস্টদের পেশাগত সুরক্ষা: যুগোপযোগী স্বাস্থ্য নীতি প্রণয় নের মাধ্যমে বায়োকেমিস্টদের কর্মপরিধি এবং পেশাগত সুরক্ষার জন্য উপযুক্ত নীতিমালা তৈরি করতে হবে।
৩. মেডিক্যাল ডায়াগনস্টিক ল্যাবরেটরির লাইসেন্স: লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি বায়োকেমিস্ট বা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট পদ বাধ্যতামূলক করতে হবে।।
৪. সরকারি হাসপাতালে পুনঃনিযোগ: সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালসমূহে বায়োকেমিস্ট লেকচারার নিয়োগ এবং বায়োকেমিস্ট পদ পুনঃস্থাপন করতে হবে।
৫. বায়োকেমিস্টদের পদ সৃষ্টির উদ্যোগ: বিশেষায়িত হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালগুলোতে বায়োকেমিস্ট/ল্যাবরেটরি সায়েন্টিস্ট পদ সৃষ্টির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
৬. কমিটিতে প্রতিনিষিদ্ধ: স্বাস্থ্যনীতি নির্ধারণী কমিটিতে বিএসিবি-র একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।
৭. পদোন্নতির সুযোগ: সুনির্দিষ্ট অর্গানোগ্রাম এর মাধ্যমে বিভিন্ন পদের পদোন্নতির পথ সুগম করতে হবে।