ছাত্রলীগ নেতাকে বিএনপি কর্মী সাজিয়ে প্রত্যয়ন

১৬ জুন ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
ছাত্রলীগ নেতাকে বিএনপি কর্মী সাজিয়ে প্রত্যয়ন

ছাত্রলীগ নেতাকে বিএনপি কর্মী সাজিয়ে প্রত্যয়ন © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় অর্থের বিনিময়ে হত্যা চেষ্টা মামলার এক আসামি ছাত্রলীগ নেতাকে বিএনপির সক্রিয় কর্মী পরিচয়ে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনৈতিক লেনদেনের অভিযোগ উঠলেও তারা দাবি করেছেন, ভুলবশত নাম যুক্ত হওয়ায় সেটি প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় এক হত্যাচেষ্টার ঘটনায় গত ৮ মে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বেল্লাল হোসেন। মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ মোট ১২৩ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১১৯ নম্বরে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কলাপাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বি খানের নাম। পরবর্তীতে ১২ জুন মামলার তালিকা থেকে ৮ জনকে অব্যাহতির জন্য চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের পক্ষে প্রত্যয়নপত্রসহ সুপারিশ করেন। ওই তালিকার ৫ নম্বরে রাব্বির নাম রয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে নানামুখী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ডাকসুতে তৈরি হচ্ছে নতুন ৪ পদ, পরিমার্জন হচ্ছে তিনটিতে

সমালোচনার মুখে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিলন মুন্সী বলেন, ‘আমরা বিএনপির দুঃসময়ের কর্মী, কোনো লেনদেনের সঙ্গে জড়িত নই। রাব্বির নাম ভুলবশত তালিকায় এসেছিল, বিষয়টি জানার পরপরই প্রত্যয়ন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

তবে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ‘পল্টন থানার মামলায় বিএনপির ৪ নেতাসহ অনেক নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া ছাত্রলীগ নেতাকে দেওয়া প্রত্যয়নপত্র জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কোনো সুপারিশ করার কথা নয়।’

অন্যদিকে মামলার বাদী বেল্লাল হোসেন বলেন, ‘আসামির তালিকায় যারা আছেন তারা সবাই আওয়ামীপন্থী। বিএনপির কিছু লোক আর্থিক সুবিধা নিয়ে তাদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিয়ে প্রত্যয়ন দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনৈতিক।’

নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির
  • ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!