বাংলাদেশ নিয়ে হাসনাত, আসিফ ও সারজিসের স্ট্যাটাস

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
আসিফ মাহমুদ,  হাসনাত আব্দুল্লাহ  ও সারজিস আলম

আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম © সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একই সময়ে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তাদের এই বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন মহলে, তাদের শুভাকাঙ্ক্ষী ও নেটিজনরা করছেন নানা মন্তব্য।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ফেসবুকে নিজেদের আইডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ তিন নেতা এক মিনিটের ব্যবধানে পোস্ট করেন।

আরো পড়ুন: রাবিতে ভর্তির জন্য আসনপ্রতি আবেদন ১০৩ শিক্ষার্থীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ হ্যাশ ট্যাগ দিয়ে ‘rebuildBangladesh’ লিখে একটি পোস্ট দেন। তার এই পোস্ট দেওয়ার এক মিনিট পরই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজ ভেরিফায়েড আইডিতে ‘Let's move on Bangladesh, Let's Rebuild Bangladesh’ লিখে একটি পোস্ট করেন। আর সারজিস আলম সকাল সাড়ে ৯টায় তার ফেসবুক পোস্টে লিখেছে ‘Let’s Rebuild Bangladesh’। 

তাদের এই বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন মহলে। তাদের পোস্টে শুভাকাঙ্ক্ষীরা করছেন নানা মন্তব্য। তারা এই পোস্টকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা, বিভিন্ন জেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ইস্যুতে টেনে এনে কমেন্ট করছেন। আবার কেউ কেউ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বুনছেন বলে মন্তব্য করেছেন।

আরো পড়ুন: এখানেই থেমে যাওয়া উচিত: মিজানুর রহমান আজহারী

হাসনাত আব্দুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টে শাহিন আহমেদ নামে একজন লিখেছেন, ‘তরুণ প্রজন্মের হাতেই বাংলাদেশ নিরাপদ তরুণ প্রজন্মরা মিলেই সুন্দর একটি বাংলাদেশ গর্ব এই প্রত্যাশা রইল আমার।’

জিয়াউল হক নামে আরেকজন লিখেছেন, ‘দলগত ভিন্ন হলেও ঐক্যবদ্ধ ছাত্ররা।’ এ ছাড়া এনামুল ইসলাম নামের একজন কমেন্টে লেখেন, ‘ভাইজান, শুধু বাড়িঘর ভেঙে আনন্দিত হয়ে লাভ নাই। এখনো কিন্তু অনেক কাজ জনগণের মনমতো হচ্ছে না যেমন বাজার, দ্রব্যমূল্য সিন্ডিকেট, বিদেশিদের বিমানের টিকিট নিয়ে কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। এগুলো আগে বন্ধ করেন, জনগণ আরও খুশি হয়ে আপনাদের পাশে থাকবে।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টের কমেন্টে নেটিজনরা নানা মন্তব্য করছেন। কেউ লিখছেন, ‘আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ তাই যে দেশের নেতৃত্ব দিবে তরুণ প্রজন্ম।’

আরো পড়ুন: হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? প্রশ্নের জবাব দিলেন বিজেপি মন্ত্রী

আবার কেউ লিখছেন, ‘রিবিল্ড হবে কিন্তু সেটা আওয়ামী লীগকে বাদ দিয়ে, যতবার ওরা ক্ষমতায় আসছে, এই দেশের মানুষের ওপর বাপ হত্যার প্রতিশোধ নিছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আগে কোনো মুভ অন হবে না’ বলে মন্তব্য করছেন তারা।

সমন্বয়ক সারজিস আলমের পোস্টে মন্তব্যকারীরা লিখেছেন, ‘এই জেনারেশনকে দমিয়ে রাখা সম্ভব নয়। দেশের প্রয়োজনে সবকিছু করতে প্রস্তুত। সময়ের সেরা সত্য পয়েন্টগুলো তুলে ধরেছেন প্রতিটি পয়েন্ট প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।’

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9