ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আকাশকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফুল পৌর শহরের সর্দার পাড়া এলাকার মৃত কয়ছার আলীর ছেলে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।